হুযূর (ﷺ) বক্ষ বির্দীন হওয়ার ঘটনা

 

হুযূর (ﷺ) বক্ষ বির্দীন হওয়ার ঘটনা 


প্রকাশ থাকে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর বক্ষবির্দীন হয়েছিল মোট চার বার। তন্মধ্যে (১) তাঁর বয়স যখন চার বছর, কারও মতে, পাচ বছর, কারও মতে ছয় বছর, কারও মতে সাত বছর, কার মতে নয় বছর, কারও মতে ১২ বছর একমাস দশ দিন। (২) হেরা পর্বতের গুহায় জিব্রাঈল عليه السلام  কর্তৃক তাঁর নিকটে ওহী নিয়ে আসার প্রাক্ষালে। (৩) মেরাজ রজনীতে। (৪) কারও মতে দুধ মাতা হালিমার গৃহে মাঠে ছাগল চড়ানোর প্রাক্ষালে।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন