বান্দার প্রতি দরূদ পাঠের আদেশ

 

বান্দার প্রতি দরূদ পাঠের আদেশ



ياايها الذين امنوأ صلّو عليه وسلم تسليما –


হে ঈমানদারগণ তোমরাও তার উপর দরূদ 


পড়ও উত্তম ভাবে সালাম পেশ কর, (সূরা আহযাব-৫৬) 



এই আয়াতংশে আল্লাহ রাব্বুল আ'লামীন শুধু মাত্র ঈমানদার বান্দাদের বলেছেন। কোন ইহুদী, নাসারা, বৌদ্ধ, খ্রিষ্টান, ইত্যাদি সহ অন্যান্য লোককে বলেন নাই। 



শুধূমাত্র তাদেরকে বলেছেন, যারা আল্লাহ তায়ালার একত্ববাদ, রাসূল (ﷺ) এর রেসালাতের পূর্ণ বিশ্বাসী ও তাকওয়া অর্জনকারী ।  আর তারাই প্রকৃত মুমীন। 


সুতরাং উপরোক্ত আয়াতাংশ দ্বারা আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের আদেশ করছেন। তোমরা আমার হাবিবের উপর উত্তম রূপে দরূদ ও সালাম পেশ কর। যেহেতু আল্লাহ তায়ালার আদেশ পালন না করলে গোনাহগার হবে। রাসূলের শাফায়াত হতে বঞ্চিত হবে এতে কোন সন্দেহ নেই। সেহেতু আমাদের উচিৎ সর্বদা দরূদ শরীফ পাঠ করা।  

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন