সর্বদা দরূদ পাঠ
পবিত্র কালামে পাকে আল্লাহ তায়ালা নিজেই বলছেন,
ان الله وملا ئكته يصلّون على النبى
এখানে جملة اسمية ব্যবহার করা হয়েছে, যা স্থায়ীত্ব বা استمرار বুঝায়। অতএব এখানে অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ তায়ালা ও ফেরেশতাগণ হাবীবে খোদা (ﷺ) এর উপর অতীতে দরূদ পড়েছেন, বর্তমানে পড়ছেন ও ভবিষ্যতে পড়তে থাকিবেন। (সুবহানাল্লাহ) আল্লাহ আযযাও- য়াজাল্লাহ তার প্রিয় হাবীবকে কত ভালবাসের তার কতটুকু মহব্বত করেন তা কিয়ামত পর্যন্ত বর্ণনা করে শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিবের উপর সর্বদা (অতীতে, বর্তমানে, ভবিষ্যতে) ফেরেশতাগণকে নিয়ে দরূদ সালাম পড়ছেন ও পড়তে থাকবেন, সেহেতু আল্লাহ তায়ালার আদেশ অনুযায়ী আমরাও নবীকূল সম্রাট সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের উপর পাক পবিত্র অবস্থায় সর্বদা দরূদে পাঠে নিজেকে মশগুল রাখা। এতে ইহকালে ফায়দা ও পরকালের মুক্তির পথ খোলে যাবে।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন