দরূদে তুনাজ্জিনা


দরূদে তুনাজ্জিনা 



اَلَّلهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ  سَيِّدِنَا صَلَوَةً تُنَجِّينَا بِهَامِن جَمِيْعِ الْاَهُوَالِ وَالاَفَاتِ وَتَفْضِي لنابها جَمِيْعَ  الْحَاجَاتِ وَتَطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيَّئَاتِ وَتَرْفَعْنَابِهَا عِنْدَكَ عَلى الدَّرَجَاتِ وَتُبَلِغْنَا بِهَا اَقَصى الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِىْ الْحَيَوةِ وَبَعْدَ الْمَمَاتِ اِنَّكَ عَلى كُلِّ شيْئٍ قَدِيْرٍ- 


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­ আ'লা ছায়্যিদিনা মুহাম্মাদিন ছালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়াতাফদিলানা বিহা জামিই আল হাজাতি ওয়াতুতাহহিরুনা বিহা মিন জামিইছ ছায়্যিআতি ওয়াতারফানা বিহা ইনদাকা আ'লাদ দারাজাতি ওয়াতুবালি­গনা বিহা আক্বছাল গায়াতি মিন জামিঈল খাইরাতি ফিল হাইয়াতি ওয়া বাদাল মামাতি ইন্নাকা আ'লা কুলি­ শাইন কাদিরিন।



▪ ফযীলত : দালায়েলুল খাইরাত গ্রন্থের শরাহ “মানাহিজুল হাছানাত নামক কিতাবে রয়েছে। ইবনে ফাকেহানী স্বরচিত ফজরে মুনির কিতাবে উলে­খ করেছেন যে, শায়খ সালেহ মুসা  নামী একজন দৃষ্টিহীন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আমার নিকট একটি ঘটনা বর্ণনা করেছেন। একদিন একটি জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এ জাহাজে আমি নিজেই ছিলাম। তন্দ্রাবস্থায় অমি হঠাৎ দেখলাম হুযুর পুর নুর (ﷺ) আমাকে এ দরূদ শরীফ শিক্ষা দিলেন এবং আমাকে নির্দেশ দিলেন, জাহাজে অবস্থানকারী ব্যক্তিগণ যেন এক হাজার মর্তবা এ দরূদশরীফ পাঠ করে নেয়। মাত্র তিনশত মরতবা এ দরূদশরীফ পাঠ করতে না করতেই জাহাজটি খোদার মর্জিতে বিপদ থেকে মুক্তি পেল। [আমালে রেযা]।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন