দরূদে নারীয়া

 

দরূদে নারীয়া 

اَلَّلهُمَّ صَلِّ صَلاَةً كَامِلَةً وَسَلِّمْ سَلاَمًا تَامًّا عَلى سَيِّدِنَا وَمَوْلَنَا مَحَمَّدِنِ الْذِىْ تَنْحَلُّ بِهِ الْعُقْدُ وَتَنْفَرِجُ بِهِ الْكَرْبُ وَتَقْضِىْ بِهِ الْحَوَ ائِجُ وَتَنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ- وَيَسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَعَلى الِهِ وَاَصْحَابِهِ فِىْ كُلِّ لَمْحَةِ ونَفْسٍ بِعَدَدَ كُلِّ مَعْلُوْمِ لَّكَ يَا اللهُ يَا اللهُ- 

▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি ছালাতান কামিলাতান ওয়া ছালি­ম ছালামান তাম্মান আ'লা ছায়্যিদিনা ওয়ামাওলানা মুহাম্মাদিনিল্লাজি তানহাল্লু বিহিল উক্বদু ওয়াতানফিরজু বিহিল কারবু ওয়াতাকদি বিহিল হাওয়াইজু ওয়াতানালু বিহির রাগাইবু ওয়া হুছনুল খাওয়াতিথি ওয়া ইয়াছতাছফাল গামামু বি ওয়াজাহিহিল কারিমি ওয়া আ'লা আলিহি ওয়া আছহাবিহী ফি কুলি­ লামহাতিন ওয়া নাফছিন বি'আদিদি কুলি­ মা’লুমিল লাকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু।


▪ ফযীলত : মুশকিলাত বা কঠিন সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এ দরূদ শরীফ এর আমল পরিক্ষীত। কোন জায়েজ (বৈধ) মকছুদ পূর্ণ হওয়ার জন্য একাধারে এশার নামাজের পর ২১ দিন পর্যন্ত একশতবার করে পাঠ করলে ইনশাআল্লাহ নেক মকছুদ পূর্ণ হবে।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন