দরূদে মাহী

 

দরূদে মাহী :



اَلَّلهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ خَيْرِ الْخَلاَئقِ اَفَضُلُ البَشَرِ شَفِيْعُ الاُمَّةِ يَوْمِ الْحَشَرِ وَالنَّشْرِ سَيِّدِنَا مُحَمَّدٍ بِعَدَدَ كُلِّ مَعْلُوْمِ لّكَ وَصَلِّ عَلَ جَمِيْع الْاِنْبِيَاءِ وَالْمُر سَلِيْنَا والْمَلئكَةِ المُقَرَّبين وَعَلَى عِبادَ اللهِ الصَّالِحيْن – وَاَرْحَمْنَا مَعَهُم بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّا حِمِنَ – 


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­ আ'লা মুহাম্মাদিন খাইরুল খালাইকি আফযালুল বাশারি শাফিউল উম্মাতি ইয়াওমিল হাশরি ওয়ান্নাশরী ছায়্যিদিনা মুহাম্মাদিন বি'আদিদি কুলি­ মা’লুমিল লাখা ওয়া ছাল­ী আ'লা জামীঈল আম্বিয়াই ওয়াল মুরছালীনা ওয়াল মালাইকাতিল মুকাররাবিনা ওয়ালা ইবাদাল্লাহিছ ছালিহীনা ওয়া আরহামনা মায়াহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীনা।



▪ ফযীলত : 


১। বর্ণীত আছে নবীয়ে পাক (ﷺ) এর সময়ে একজন কামেল ব্যক্তি হামেশা এই দরূদ শরীফটি কোন এক নদীর তীরে বসে পাঠ করতেন। সে নদীতে ছিল অতিশয় রুগ্ন একটি মাছ। অত্যান্ত মহব্বতের সাথে উক্ত দরূদ শরীফ পাঠ শুনতে শুনতে সে মাছটির রোগ সরিয়া তাজা হয়ে যায়। ঘটনাচক্রে একদিন উক্ত মাছটি কোন এক ইহুদীর জালে ধরা পড়ল। ইহুদী জেলের স্ত্রী মাছটিকে কাটতে শুরু করল কিন্তু কাটতে সমর্থ হল না। তাতে বিরক্ত হয়ে জিবীত মাছটিই সে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। কিন্তু কী আশ্চর্য মাছটি ফুটন্ত তেলের মাঝে সাতার কাটতে আরম্ভ করল এবং উক্ত দরূদ শরীফ পাঠ করতে আরম্ভ করল। ইহুদী এ আশ্চর্য ঘটনা দেখে মাছ সহ নবীজীর খেদমতে হাজির হয়ে সব ঘটনা খুলে বলল। মহানবীর দোয়ায় মাছটি জবান খুলে গেল এবং সকল ঘটনা হুযুর (ﷺ) এর নিকট বলতে লাগল। ইহা শুনে উপস্থিত বহুসংখ্যক ইহুদী মুসলমান হয়ে গেল।



২। প্রত্যহ ফজর নামাজের পরে এই দরূদ শরীফ অন্তত ২ বার নিয়মিত পাঠ করলে, আল্লাহর ইচ্ছায় তার স্বাস্থ্যের উন্নতি হবে। কখনও কঠিন রোগে পড়বে না।


তদবীর : কেউ কঠিন রোগে আক্রান্ত হলে ঐ দরূদ শরীফ ২১ দিনে ১২৫০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) বার পাঠ করে খতম করলে ধীরে ধীরে খতমের মুদ্দতের ভিতরেই রোগ সেরে যাবে।


নদীর তীরে বসে পাঠ করতে পারলে সত্বর ফল পাওয়ার সম্ভাবনা বেশী। (ইহা পলিক্ষীত তদবীর)।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন