মাওলানা কাকে বলা যাবে?

 প্রশ্নকারী

মুহাম্মদ নূরুল হক চিশতী

চৌধুরী ভিলা, ১৬১/বি, মিরাপাড়া, সিলেট-৩১০০


প্রশ্ন : সূরা বাকারার শেষের দিকে আল্লাহকে 'মাওলানা' বলা হয়েছে, দরূদ শরীফে নবীজীর নামের সাথে মাওলানা' এবং আলেম-ওলামাদের নামের সাথেও মাওলানা' যুক্ত করা হয়। প্রশ্ন হল- মাওলানা' শব্দের অর্থই বা কী বা কেন এমন হল?

এ ব্যাপারে বিস্তারিতভাবে জানালে উপকৃত হব।


উত্তর : 'মাওলা শব্দের অর্থ- মালিক, পালনকর্তা, অভিভাবক, অনুগ্রহকারী ইত্যাদি। এ সব অর্থে আল্লাহ তা'আলার জন্য "মাওলা' শব্দ ব্যবহৃত হয়। কিন্তু রূপকার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের মালিক, অভিভাবক এবং উম্মতের প্রতি অনুগ্রহশীল তাই, তাঁকেও মাওলানা বা হে আমাদের মালিক বলে সম্বোধন করা হয়। তেমনিভাবে আলেম- ওলামা, পীর-মাশায়েখ যেহেতু প্রিয়নবীর নায়েব বা উত্তরাধিকারী তাই সম্মানার্থে তাঁদেরকেও রূপকার্থে 'মাওলানা' বা আমাদের অভিভাবক বলে সম্বোধন করা হয়। এটা একটি সম্মানসূচক সম্বোধন। এতে দোষের কিছু নেই। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৮,২৯)।


উত্তর দিয়েছেন :-  মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)


Post a Comment

নবীনতর পূর্বতন