আ’লা হযরত (রহঃ) এর আহলে বাইয়াতের প্রতি ভালবাসা

 

আ’লা হযরত (রহঃ) এর আহলে বাইয়াতের প্রতি ভালবাসা


🌀 আশিকে সাহাবা ও আহলে বাইত, আ’লা হযরত (রহঃ) লিখেন:

মাদুম না থা ছায়াহে শাহে ছাকলাঈন, উছ নূর কি জালওয়া গাহ্ থে জাতে হাসানাঈন।

তামছিল নে উছ ছায়া কে দো হিচ্ছে কি,

আধে ছে হাসান বনি হে আধে ছে হােসাইন।


চার লাইনের ব্যাখ্যা:


এমনিতে তাে সুলতানে মদীনা (ﷺ) এর মােবারক ছায়া সূর্যের কিরণ ও চাঁদের আলাের মাধ্যমে জমিনে পড়েনি। কিন্তু যখন তাঁর ছায়ার সমূদ্র হাসানাঈনে করীমাঈনের (আঃ) দের উপর পড়ল তাে বক্ষ পর্যন্ত ইমাম হাসান মুজতাবা (আঃ) তিনি (ﷺ) এর সাথে সাদৃশ্য হয়ে গেল এবং ইমাম হােসাইন (আঃ) তিনি (ﷺ) এর বক্ষ থেকে পা পর্যন্ত সাদৃশ্য হয়ে গেল।


🌀 কসীদায়ে নূরের মধ্যে সায়্যিদী আ’লা হযরত লিখেনঃ


এক সীনা থক মুশাবা এক ওয়াহা ছে পায়াে থক, হুসনে সবতিন উনকি জামাে মে হে নিমা নূর কা।

ছাফ শেকলে পাক হে দুনাে কে মিলনে ছে ইয়া,

খতে তাওয়াম মে লিখা হে ইয়ে দো ওয়ারকা নূর কা।


স্মরণ রাখবেন! সায়্যিদী আ’লা হযরত (রহঃ) এর পংক্তি সমূহ কুরআন ও হাদীসের অনুবাদের আলােকে এবং বুযুর্গদের বাণী ও স্থান অনুযায়ী। আ’লা হযরত (রহঃ) হাসানাঈনে করীমাঈন (আঃ) দের প্রিয় আক্বা (ﷺ) এর প্রতি সাদৃশ্যটা এমনিতে লিখে দেননি। বরং তিরমিযী শরীফের মধ্যে রয়েছে।


সায়্যিদুল আউলিয়া, মাওলা মুশকিল কুশা, শেরে খােদা হযরত সায়্যিদুনা আলী মুরতাজা (ﷺ) বলেন: ইমাম হাসান (আঃ) বক্ষ ও মাথার মধ্যভাগ মাহবুবে রহমান (ﷺ) এর সাথে খুবই সদৃশ ছিল এবং ইমাম হােসাইন (আঃ) বক্ষ থেকে নিচ অংশ পর্যন্ত রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে খুবই সদৃশ্য ছিল। | প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন (রহঃ) এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: স্মরণ রাখবেন! হযরত ফাতেমা যাহরা (আঃ) মাথা থেকে পা পর্যন্ত অবিকল মুস্তফা (ﷺ) এর সদৃশ্য ছিলেন এবং তিনি (আঃ) এর পুত্রগণ অর্থাৎ হাসানাঈনে করীমাঈন উভয়ের মধ্যে এই সাদৃশ্যতা বন্টন করে দেওয়া হয়েছে। হযরত ইমাম হােসাইনের পায়ের গােচা থেকে গােড়ালী পর্যন্ত সম্পূর্ণ হুযুর (ﷺ) এর সাথে সাদৃশ্য পূর্ণ ছিল। হুযুর (ﷺ) এর সাথে কুদরতী সাদৃশ্যটাও আল্লাহ্ তাআলার নেয়ামত এবং যে আমলটি হুযুরের সাথে সাদৃশ্য হয় তাে তার ক্ষমা হয়ে যায়, তবে যাকে আল্লাহ্ তাআলা তাঁর মাহবুবের সাথে সাদৃশ্য করেছেন। তাহলে তার প্রতি ভালবাসার কি অবস্থা হবে।

(মিরআত শরহে মিশকাত, ৮ম খন্ড, ৪৮০ পৃষ্ঠা)

রাসুলুল্লাহ (ﷺ) এর ইন্তেকালের পরেও সাহাবীগণ (রাঃ) তিনি (ﷺ) এর পরিবারবর্গ বিশেষ করে হাসানাঈনে করীমাঈনদের খুব বেশি দেখাশুনা করতেন।

______________

হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য

(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন