প্রশ্নকারী
মুহাম্মদ সাইদুল হক সাহেদ
রিয়াদ, সৌদি আরব
প্রশ্ন: আমি শুনেছি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'নজদ' এর জন্য দু'আ করেননি। কারণ, হিসেবে শয়তানের শিং এর কথা বলেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই শয়তানের অনুসারীদের পেছনে আমি মসজিদে নামায আদায় না করে একাকী ঘরে আদায় করি। আমার নামায কি আদায় হবে? কখনাে তাদের পেছনে নামাযের ইক্বতিদা করিনা। কাতারে দাঁড়ালেও নিজের নিয়্যত করি অথবা যিকর করি এতে কি গুনাহ্ হবে।
উত্তরঃ নজদের অধিবাসী প্রত্যেক আলেম ওই হাদীসের মেছদাক নয়। বরং যেসব আলেম মুহাম্মদ ইবনে আবদুল ওহাব নজদীর ঈমান বিধবংসী আকীদা পােষণকারী ইমামের পেছনে ইক্বতিদা সহীহ হবে না। কোন কারণবশতঃ এমন ইমামের পেছনে ইক্বতিদা করে থাকলে জামাতের মর্যাদার খাতিরে তার পেছনে জামাত আদায় করে নেবে। কিন্তু পরবর্তীতে ওই নামায পুনঃ আদায় করতে হবে। কারণ, ওহাবী-নজদী, শিয়া, রাফেযী, কাদিয়ানী, আহলে হাদীস প্রভৃতি বদ-আক্বীদা পােষণকারী ইমামের পেছনে ইকৃতিদা সহীহ হবে না।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৪)।
উত্তর দিয়েছেন :- মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)
একটি মন্তব্য পোস্ট করুন