দরূদ শরীফ পাঠ হজ্জ্ব ও জিহাদ থেকে উত্তম

 

দরূদ শরীফ পাঠ হজ্জ্ব ও জিহাদ থেকে উত্তম 



হযরত আলী (রাঃ) থেকে বর্ণীত রাসূল (ﷺ) এরশাদ করেন যে ব্যক্তি ইসলাম নির্দেশিত হজ্জ্ব করার পর একটি ইসলামি জিহাদ করে তা চারশত হজ্বের সমান সাওয়াব পাবে। তার এই বানী শোনার পর যাদের হজ্ব ও জিহাদের সামর্থ ছিলনা। তাদের অন্তর ভেঙ্গে পড়ল। আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে নবী করিম (ﷺ) এর নিকট ওহী প্রেরণ করেন। যে ব্যক্তি আপনার উপর দরূদ পাঠ করবে, সে চারশত জিহাদের সাওয়াব পাবে। আর প্রত্যেক জিহাদ চারশত হজ্বের সমান হবে। (জযবুল কুলুব উর্দূ- ২৬৭ পৃ:)।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন