মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের লােকদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র উম্মত বলা যাবে কি?

 

আতাউর রহমান চৌধুরী চান্দিনা, কুমিল্লা

প্রশ্ন : মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের লােকদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র উম্মত বলা যাবে কি?

উত্তরঃ উম্মত দু'প্রকার। ১. উম্মতে ইজাবাত এবং ২. উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবত বলতে তাদেরকে বুঝায় যারা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন এবং ঈমান গ্রহণ করেছেন। আর উম্মতে দাওয়াত'র মধ্যে আল্লাহর সমস্ত সৃষ্টিজগৎ অন্তর্ভুক্ত। কারণ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লােকের জন্য রসূল হিসেবে প্রেরিত।

পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে,(আরবীর অনুবাদ,কিতাবে আরবী উল্লেখ আছে)অর্থাৎ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত জগতের ভয় প্রদর্শনকারীরূপে প্রেরিত। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এরশাদ করেছেন(আরবীর অনুবাদ,কিতাবে আরবী উল্লেখ আছে) অর্থাৎ আমি সকল লােকের কাছে রসূল হিসেবে প্রেরিত হয়েছি।-(বুখারী, ১ম খণ্ড,৬২)।

সুতরাং অমুসলিমগণও হুযুরের উম্মতে দাওয়াত'র অন্তর্ভুক্ত। তাই তাদেরকে নবীর উম্মত বলা যাবে। -(ওয়াকারুল ফাতওয়া, ২য় খণ্ড)।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৫৫)।

উত্তর দিয়েছেন :-  মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন