রুহ নামক ফেরেশতা থেকে ফেরেশতার সৃষ্টি

 

রুহ নামক ফেরেশতা থেকে ফেরেশতার সৃষ্টি



(৬) তিনিই ইয়াযীদ ইবনে রোমানের সুত্রে আরাে বর্ণনা করেন, তাঁর কাছে সংবাদ এলাে যে- ان الملاٸکة خلقت من ررح اللّٰه 


(আল্লাহ তায়ালা রুহ (নামক ফেরেশতা) থেকে ফেরেস্তা সৃষ্টি করেছেন।)



আমি বলছি, এ হাদীসের ব্যাখ্যা হলো, তাই যা


আমীরুল মুমেনীন সৈয়দুনা হযরত আলী মুরতাদা (رضي الله عنه) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন,


'রুহ' হলো একজন (মহা সম্মানিত) ফেরেস্তা । যার রয়েছে সত্তর হাজার মাথা। প্রত্যেক মাথায় সত্তর হাজার চেহারা, প্রত্যেক চেহারায় সত্তর হাওর মুখ, প্রত্যেক মুখে সত্তর হাজার জিহ্বা। আর প্রত্যেক জিহ্বায় রয়েছে সত্তর হাজার ভাষা।


يسبح الله تعالی بتلك اللغات كلها يخلق من كل تسبيحة ملك يطير مع الملاٸکة الی یوم القیامة


অর্থাৎ, তিনি ঐ সব ভাষায় আল্লাহ তায়ালার তাসবীহ পাঠ করেন। প্রত্যেক তাসবীহ থেকে একেকজন ফেরেস্তা সৃষ্টি হয়। যারা কিয়ামত পর্যন্ত ফেরেস্তাদের সাথে উড়তে থাকবে।


▪ এটা ইমাম বদরুদ্দীন মাহমুদ আইনী  (رحمة الله) ওমদাতুল কারী শরহে সহীহ বুখারীতে “কিতাবুত তাফসীর অধ্যায়ে, আর


▪ ইমাম ফখরুদ্দীন রাযী  (رحمة الله) "তাফসীরে কবীরে" বর্ণনা করেন।



◾সালাবী (রহঃ) সৈয়দুনা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন- 


"রুহ একজন বৃহৎ ফেরেস্তা। যা আসমান, জমিন এবং পাহাড় সব থেকে বৃহত্তর। তার স্থান চতুর্থ আসমানে।  


يسبح كل يوم اثني عشر الف تسبیحة یخلق من کل تسبیحة ملك


অর্থাৎ তিনি প্রত্যেকদিন বার হাজার তাসবীহ পাঠ করে থাকেন। আর প্রত্যেক তাসবীহ থেকে একেকজন ফেরেস্তা সৃষ্টি হয়। এ রুহ' নামক ফেরেস্তা কিয়ামত দিবসে একাই এক কাতার হবে। (সুবহানাল্লাহ) আর অন্য সকল ফেরেস্তার হবে একটি কাতার।



▪ ইমাম বাগভী  (رحمة الله) ‘মুয়ালেম' নামক গ্রন্থে আল্লাহ তায়ালার এ বাণী, یوم یقوم الروح والملاٸکة صفا


▪ এর ব্যাখ্যায়, আর ইমাম আইনী  (رحمة الله) ‘ওমদাতুল ক্বারীতে আল্লাহ তায়ালার বাণী- یسٸلونك عن الروح


এর ব্যাখ্যায় উক্ত বক্তব্য ব্যক্ত করেন। _____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন