হুযূর (ﷺ) এর সঙ্গে আবু বকরের সিরিয়া সফর এবং বহিরা পাদ্রীর সাক্ষাৎ লাভ
বিখ্যাত মুহাদ্দিস ইবনে মানদা ইবনে আব্বাস (رضي الله عنه) হতে জঈফ সনদে বর্ণনা করেন যে, সাইয়্যিদিনা আমীরুল মোমিনীন হযরত আবুবকর সিদ্দীক (رضي الله عنه) এর বয়স যখন ১৮ বছর এবং রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স তখন ২০ বছর, তখন উভয়ে ব্যবসার উদ্দেশ্য সুদুর সিরিয়ায় যাওয়ার সংকল্প করেন। সিরিয়ায় যেয়ে সেখানকার একটি বাজারের এক বৃক্ষের ছায়ায় অবস্থান করেন। একবার আবু বকর (رضي الله عنه) বহিরা নাুীয় এক পাদ্রীর নিকট দিয়ে যাচ্ছিলেন পথে সাক্ষাৎ ঘটলো বহিরার। তাঁকে কিছু প্রশ্ন করল।
সে তাঁকে বলল, এ বৃক্ষের ছায়ায় আশ্রয় গ্রহণকারী লোকটি কে? তিনি বললেনঃ ইনি হচ্ছেন মোহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালেব। তখন পাদ্রী বলল,
هذا والله نبى ما استظل تحتها بعد عيسى عليه السلام الامحمد صلى الله عليه وسلم-
অর্থাৎ- আল্লাহর কসম ইনিতো শেষ নবী, (আমাদের জানা মতে) হযরত ঈসা عليه السلام এর তীরোধানের পর এ বৃক্ষের ছায়ায় কেবল মোহাম্মদ (ﷺ)‘ই ছায়া গ্রহণ করবেন। পাদ্রীর একথা হযরত সিদ্দীকে আকবর (رضي الله عنه) এর হৃদয় পটে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) নবুওয়তীর গুরুদায়ীত্ব গ্রহণের পর আবু বকর (رضي الله عنه) ইসলাম গ্রহণ করেন। ইমাম জালাল উদ্দিন সূয়ুতী رحمة الله عليه স্বীয়, এসাবা, গ্রন্থে লিখেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক খাজা আবু তালেবের সাথে সিরিয়া সফরের পরবর্তী দ্বিতীয় সফর ছিল এটি।
_______________
আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন