নহরে হায়াত

 

নহরে হায়াত


বর্ণিত আছে যে, আকাশে একটি নদী রয়েছে যাকে নহরে হায়াত বলা হয়ে থাকে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যেকদিন উহাতে অবগাহন করেন এবং যখন বের হয়ে আসেন, তখন তাঁর চুল ও পাখাসমূহ ঝাড়া দিয়ে থাকেন। উহা হতে সত্তরহাজার পানির ফোঁটা ঝরে থাকে এবং প্রত্যেক ফোঁটা দ্বারা আল্লাহতা’য়ালা একটি করে ফেরেশতা সৃষ্টি করে থাকেন। এ সকল ফেরেশতা প্রত্যহ ‘বায়তুল মা’মুর’ এ নামায পড়েন। একবার নামায আদায় করার পর পুনরায় তাদেরকে এ মসজিদে এসে নামায পড়ার সুযোগ হয় না।

(মাওয়াহিবে লাদুনিয়া)।

__________

কিতাব : মি’রাজুন নাবী ﷺ

লেখকঃ  হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী (মা.জি.আ.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন