দরূদ শরীফ নূর হবে
হাদীস শরীফে রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-
زينو مجالسكم باالصلواة علىفأن صلا تكم على نورلكم يوم القيامة -
অর্থাৎ- তোমরা তোমাদের সমাবেশকে আমার দরূদ পাঠ করার মাধ্যমে সৌন্দর্য্যমন্ডিত করো। নি:সন্দেহে আমার উপর দরূদ পাঠ করা কিয়ামতের দিনে তোমাদের জন্য নূর হবে। (সুবাহানাল্লাহ) অন্য হাদীসে হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণীত তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, তোমরা আমার উপর দরূদ শরীফ পাঠ কারীদের জন্য পুলসিরাতে নূর থাকবে- لم يكن من اهل النار সে দোযখবাসী হবে না। (দালায়েলুল খাইরাত) সুবাহানাল্লাহ- সুপ্রীয় ইসলামী পাঠক/ পাঠিকা একটু চিন্তা করুন দরূদ শরীফ পাঠের মাধ্যমে শুধু দুনিয়া নয় আখেরাতেও আমাদের কাজে আসবে। নূর হিসেবে আমাদের কাজে আসবে। আমরা এত দেরী করি কেন? প্রতিজ্ঞা করি আজ থেকে দরূদ ছাড়ব না।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন