রিযিক বৃদ্ধি ও অভাব দূর
দালায়েলুল খাইরাতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সোলাইমান যাযুলী (রহঃ) একখানা হাদীস শরীফ বর্ণনা করেন,
وقال صلى عليه وسلم من عسرت عليه حاجة فليكثر با الصلوة على قانها تكشف الهموم والغموم والكروب وتكثر الارزاق وتقضى الحوأئج –
অথাৎ : রাসূলে আকরাম (ﷺ) ইরশাদ করেন, যে ব্যাক্তি বিপদগ্রস্থ হয়ে কঠিন সমস্যায় উপনীত হবে। সে যেন আমার প্রতি অধিক পরিমাণ দরূদ শরীফ পাঠ করতে থাকে। কেননা দরূদ শরীফ সকল প্রকার দু:খ বেদনার বিষন্নতা এবং কঠিন বিপদাপদ দূরীভূত করে এবং রিযিক বৃদ্ধি করে। এমনকি সকল প্রকার অভাব অনটন মিটিয়ে দেয়। (দোলায়েলুল খাইরাত) সুবহানাল্লাহ। এই হাদীস শরীফ থেকে এটা পরিষ্কার বুঝা যাচ্ছে হুরযুরপুর নূর (ﷺ)ের উপর অধিক পরিমাণে দরূদ সালাম পাঠ করলে সকল বিপদাপদ ও অভাব অনটন দূর এবং রিযিকবৃদ্ধি সহ অনেক উপকারে আসে। সুতরাং উম্মতে মুহাম্মদী (ﷺ) এর উপর আল্লাহ তায়ালার পক্ষ থেকে নাজাতের ফায়সালা সহ সকল সমস্যার সমাধান ঘোষণা করে দিয়েছেন দরূদ পাঠের মাধ্যম।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন