পুলসিরাতের আলোক স্বরূপ
হদীস শরীফে এসেছে। হুযুর (ﷺ) ইরশাদ করেছেন। আমার উপর অধিক পরিমাণে দরূদ পাঠ করাই হল কিয়ামত দিবসে পুলসিরাতের অন্ধকারে নুর বা আলোক স্বরূপ। (ফাযাইলে দরূদ ও ওযীফা)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন