হাসানাঈনে করীমাঈন এবং ভয়ঙ্কর অজগর !
🌀 হযরত সায়্যিদুনা সালমান ফারসী (রাঃ) বলেন: আমি হুযুর নবীয়ে করীম (ﷺ) এর দরবারে উপস্থিত ছিলাম, হযরত সায়্যিদুনা উম্মে আইমান ও নবী করীম (ﷺ) এর কাছে আসলেন এবং আবেদন করলেন: হাসান ও হােসাইন (আঃ) হারিয়ে গেছেন। সেই সময় বেলা খুবই অতিবাহিত হয়েছিলাে। তিনি (ﷺ) সাহাবায়ে কিরামদের (রাঃ) বললেন: চলুন আমার সন্তানদের তালাশ করুন, সকলে আলাদা আলাদা রাস্তায় গেলেন আর আমি হুযুর (ﷺ) এর সাথেই চললাম। তিনি (ﷺ) চলতে থাকলেন, এমনকি আমরা একটি পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হলাম। (দেখলাম) হাসান ও হােসাইন (আঃ) এক অপরকে জড়িয়ে ধরে আছেন এবং একটি অজগর তাঁদের পাশে লেজের উপর দাঁড়িয়ে আছে। আর তার মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। হুযুর (ﷺ) দ্রুত অগ্রসর হলে ঐ অজগরটি হুযুর (ﷺ) কে দেখে জড়সড় হয়ে পাথরের মধ্যে লুকিয়ে গেলাে। হুযুর (ﷺ) হাসানঈনে করীমাঈনের পাশে গেলেন এবং দু’জনকে পৃথক করলেন। তাঁদের চেহারা পরিস্কার করলেন এবং ইরশাদ করলেন: “আমার মা বাবা তােমাদের উপর কুরবান ! তােমরা আল্লাহ্ তাআলার কাছে কতইনা সম্মানিত।” (মু'জামুল কবির, বাবুল হাসান বিন আলী ইবনে আবি তালিব, ৩/৬৫, হাদীস- ২৬৭৭)।
______________
হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য
(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন