যে তারিখে জন্ম গ্রহন করেছেন
সকল ঐতিহাসিক ও উলামায়ে কেরামগনের ঐক্যমতের ভিত্তিতে প্রমানিত হয়েছে যে, হুযূর (ﷺ) পবিত্র রবিউল আওয়াল মাসের ১২ তারিখই জন্মগ্রহন করেন। এবার আরেকটি প্রশ্নের উদয় হয় যে, তিনি ঐ মাসে কোন দিবসে জন্মগ্রহন করেন। এবিষয়েও বেশ কিছু মত প্রার্থক্য দেখা যায়।
যেমন : কারও মতে এ বিষয়ে নির্দিষ্ট কোন দিন ধার্য্য নেই বরং তিনি রবিউল আওয়াল মাসের সোমবারে জন্ম গ্রহন করেন। আর জমহুর উলামায়ে কেরামগনের মতে দিন নির্দিষ্ট কৃত। আবার কেউ কেউ বলেন: রবিউল আওয়াল মাসের মাত্র দু রজনী বাকী থাকতে কারও মতে ৮দিন বাকী থাকতে, শায়েখ কুতবুদ্দিন কাস্তালনীর মতে তা অধিকাশং হাদীস বিশেষজ্ঞদের নির্বাচিত অভিমত ইবনে আব্বাস ও যুবায়ের ইবনে মুত্বয়ীম (رضي الله عنه ) দ্বয় হতে বর্ণিত এ অভিমত তাঁদের ব্যবহৃত অভিমত, যারা হাদীস বিষয়ে অগাধ পরিচয়ের ক্ষমতা রাখেন।
ইমাম হুমায়দীও স্বীয় সায়েখ ইবনে হাযম এ অভিমতকে পছন্দ করেছেন। কারও মতে ১০ম দিনে আর এর উপর সমগ্র আরবগণ ঐক্যমত পোষন করেছেন, যারা ঐ সময় তাঁর জন্মস্থান পরিদর্শন করেছেন।
কারও মতে তিনি ১৭ই রবিউল আওয়ালে জন্মগ্রহন করেন। কার মতে ৮ দিন বাকী থাকতে এরই মধ্যে যে কোন দিবসে। তবে সর্বোপরী কথা হচ্ছে যে, রাসূলুল্লাহ (ﷺ) রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সোমবার শুভাগমন করেন। তা ইবনে ইসহাক ও অন্যান্যের অভিমত। অথচ ইবনে ইসহাক্বের সীরাত গ্রন্থই হচ্ছে সকল সীরাত শাস্ত্রের মূল।
_______________
আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন