উচ্চ আওয়াজে কোরআনে মজীদের তিলাওয়াত করা কখন নিষেধ?


প্রশ্ন: উচ্চ আওয়াজে কোরআনে মজীদের তিলাওয়াত করা কখন নিষেধ? 

উত্তর: কোরআনে পাকের তিলাওয়াত করা এবং শুনা নিঃসন্দেহে অনেক বড় প্রতিদান ও সাওয়াবের কাজ, কোরআনের তিলাওয়াতকারীকে প্রতিটি হরফের বিনিময়ে একটি করে নেকী দান করা হয়, যা দশটি নেকীর সমান হয়ে থাকে, কিন্তু এমন কিছু অবস্থা রয়েছে, যাতে উচ্চ আওয়াজে তিলাওয়াত করাতে ফোকহায়ে কিরামগণ (رحمة الله) নিষেধাজ্ঞা বর্ণনা করেছেন: “সমবেতভাবে সবাই উচ্চ আওয়াজে পাঠ করা এটা হারাম, প্রায় মৃত ব্যক্তির তৃতীয় দিবসে সবাই উচ্চ আওয়াজে পাঠ করে থাকে, এটা হারাম, যদি কয়েকজন পাঠকারী হয় তবে বিধান হলো যে, নিম্নস্বরে পাঠ করবে।”(বাহারে শরীয়ত, ১/৫৫২, ৩য় অংশ) যেখানে কোন ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করছে বা শিক্ষার্থীরা ইলমে দ্বীনের পর্যালোচনা করছে অথবা অধ্যয়ন করতে দেখে সেখানেও উচ্চ আওয়াজে কোরআনে পাক পাঠ করা নিষেধ। অনুরূপভাবে বাজারে এবং যেখানে লোকেরা কাজকর্মে লিপ্ত সেখানে উচ্চ আওয়াজে পাঠ করা নাজায়িয, লোকেরা যদি না শুনে তবে গুনাহ পাঠকারীর উপরই বর্তাবে। যদি কাজকর্ম শুরু করার পূর্বেই সে পাঠ করা শুরু করে দেয় এবং যদি সেই স্থান কাজকর্ম করার জন্য নির্দিষ্ট না হয় তবে যদি পূর্বেই পাঠ করা শুরু করে আর লোকেরা না শুনে তবে লোকদের গুনাহ হবে এবং যদি কাজকর্ম শুরু করার পর পাঠ করা শুরু করে তবে তার উপরই গুনাহ বর্তাবে।(গুনিয়াতুল মুতামাল্লি, কিরাতু খারিজিস সালাত, ৪৯৭ পৃষ্ঠা)।

___________

মসজিদের আদব

মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন