অনেকে কোরআনে পাক হিফয করে ভূলে যায়, তাদের সম্পর্কে বিধান কি?


প্রশ্ন: অনেকে কোরআনে পাক হিফয করে ভূলে যায়, তাদের সম্পর্কে বিধান কি?

উত্তর: কোরআন মজীদ হিফয করে ভূলে যাওয়া ব্যক্তি হাদীসে মুবারাকায় বর্ণনাকৃত শাস্তির অধিকারী হবে, যেমনটি প্রিয় নবী (صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) ইরশাদ করেন: আমার উম্মতের সাওয়াব আমার নিকট উপস্থাপন করা হয়, এমনকি সামান্য পরিমানও যে, বান্দা যেমন মসজিদ থেকে বের হয় এবং আমার উম্মতের গুনাহ আমার নিকট উপস্থাপন করা হলো তখন আমি এর চেয়ে বড় গুনাহ দেখি না যে, মানুষের কোরআনের একটি সূরা বা আয়াত মুখস্ত ছিলো এবং পরে তা ভূলে গেলো।(তিরমিযী, কিতাবুল ফাযায়িলে কোরআন, অধ্যায় (তা:১৯), ৪/৪২০, হাদীস নং- ২৯২৫) হযরত সায়্যিদুনা সা’আদ ইবনে ইবাদা (رضي الله عنه) থেকে বর্ণিত, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা (صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) ইরশাদ করেন: যে কোরআনে পাক পাঠ করে মুখস্ত করলো এবং পরে তা ভূলে গেলো তবে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা নিকট কুষ্ঠরোগী হয়ে আসবে।(আবু দাউদ, কিতাবুল বিতর, ২/১০৭, হাদীস নং- ১৪৭৪) অপর এক স্থানে ইরশাদ হচ্ছে: “কিয়ামতের দিন আমার উম্মতকে যেই গুনাহের পরিপূর্ণ বিনিময় দেয়া হবে তা হলো যে, তাদের মধ্যে কারো কোরআনে পাকের কোন সূরা মুখস্ত ছিলো অতঃপর তা সে ভূলে গেলো।”(কানযুল উম্মাল, কিতাবুল আযকার, ১ম অংশ, ১/৩০৬, হাদীস নং- ২৮৪৩)

আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান  (رحمة الله) বলেন: এর (অর্থাৎ কোরআন মজীদ মুখস্ত করে ভূলে যাওয়া ব্যক্তি) চেয়ে বেশি নির্বোধ কে, যাকে আল্লাহ তায়ালা এমন হিম্মত দান করেছেন এবং সে তা নিজের হাতেই হারিয়ে ফেললো। যদি এর গুরুত্ব জানতো এবং যে সাওয়াব ও মর্যাদা এর জন্য ওয়াদা করা হয়েছে তা অবহিত থাকতো তবে তাকে মন ও প্রাণ থেকেও বেশি প্রিয় জানতো। আরো ইরশাদ করেন: যথাসম্ভব তা পাঠ করানো এবং হিফয করানো আর স্বয়ং মুখস্ত রাখতে চেষ্টা করো, যাতে সেই সাওয়াব যা এর জন্য ওয়াদা করা হয়েছে তা অর্জিত হয় এবং কিয়ামতের অন্ধ কষ্ঠরোগী হয়ে উঠা থেকে মুক্তি অর্জিত হয়।(ফতোয়ায়ে রযবীয়া, ২৩/৬৪৫-৬৪৭) হাফিযে কিরামদের কঠোর পরিশ্রম এবং সতর্কতার প্রয়োজন হয়। তাদের উচিৎ যে, দিনরাত চেষ্টা করা এবং কোরআনে পাককে মুখস্ত রাখা যাতে সাওয়াবের হকদার হয় আর কিয়ামতের দিন কুষ্ঠরোগী হয়ে উঠা থেকে মুক্তি পায়।

___________

মসজিদের আদব

মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন