ঘুমানোর সময় কি পাগড়ী বা জায়নামাযকে বালিশ বানানো যাবে?


প্রশ্ন: ঘুমানোর সময় কি পাগড়ী বা জায়নামাযকে বালিশ বানানো যাবে? 

উত্তর: ঘুমানোর সময় পাগড়ী এবং জায়নামাযকে বালিশ বানানো যাবে না, কেননা এটা আদবের পরিপন্থি, যেমনটি সদরূশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী (رحمة الله) বলেন: পাজামাকে বালিশ বানাবেন না, কেননা তা আদবের পরিপন্থি এবং পাগড়ীকেও বালিশ বানাবেন না।(বাহারে শরীয়ত, ৩/৬৬০, ১৬তম অংশ) হায়াতে আলা হযরতে রয়েছে: মাথার নিচে পাগড়ী বা জায়নামায অথবা পায়জামা রাখা নিষেধ, কেননা পাগড়ী ও জায়নামায রাখাতে পাগড়ী ও জায়নামাযের এবং পায়জামা রাখাতে মাথার অবমাননা হয়, তাছাড়া পাগড়ীর শিমলা দ্বারা নাক বা মুখ মোছাও উচিৎ নয়।(হায়াতে আলা হযরত, ৩য় অংশ, ৯০ পৃষ্ঠা)।

___________

মসজিদের আদব

মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন