ছোট অবুজ শিশুদের মসজিদে আনা
প্রশ্ন: ছোট ছোট শিশু, যারা মসজিদে দৌড়াদৌড়ি করে এবং শোরগোল করে বেড়ায়, তাদের অপরাধ কাদের উপর বর্তাবে?
উত্তর: ছোট শিশু এবং পাগলকে মসজিদের আনার ব্যাপারে হাদীসে পাকে নিষেধাজ্ঞা এসেছে, যেমনটি প্রিয় নবী, রাসূলে আরবী (صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) ইরশাদ করেন: মসজিদ সমূহকে শিশু, পাগল, ক্রয়-বিক্রয়, ঝগড়া, আওয়াজ উচ্চ করা, শাস্তি দেয়া এবং তলোয়ার বের করা থেকে বিরত রাখো। এর দরজা সমূহকে পবিত্র বানাও এবং জুমার দিন মসজিদকে ধোঁয়া দাও।(ইবনে মাজাহ, কিতাবুল মাসাজিদে ওয়াল জামাআত, ১/৪১৫, হাদীস নং-৭৫০) সাধারণত দেখা যায় যে, যখন ছোট শিশুরা মসজিদে একত্র হয় তখন নিজেদের মধ্যে দুষ্টামি শুরু করে দেয়, নামাযীদের সামনে দিয়ে চলে যায় এবং অনেক শোরগোল করে থাকে, তাছাড়া নামাযের সময় অনেকে কান্নাকাটি শুরু করে দেয়, যার ফলে নামাযে খুবই ব্যাঘাত সৃষ্টি হয় আর মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো তো মসজিদে প্রশ্রাব পায়খানাও করে দেয়, তাই এসকল বিষয়ের শাস্তি শিশুদের মসজিদে আনয়নকারীর উপরই বর্তায়, যদি সেই আনয়নকারী প্রাপ্তবয়স্ক হয়। সুতরাং ছোট শিশুদের মসজিদে কখনোই আনবেন না। মনে রাখবেন! এমন শিশু যারা অপবিত্র (অর্থাৎ প্রশ্রাব ইত্যাদি করে দেয়ার) ভয় রয়েছে এবং পাগলকে মসজিদের ভিতর যাওয়া হারাম এবং যদি অপবিত্র করে দেয়ার ভয় না থাকে তবে মাকরূহ।(দুররে মুখতার, কিতাবুস সালাত, ২/৫১৮) অনুরূপভাবে শিশু বা পাগল অথবা বেহুঁশ কিংবা জ্বিনে ধরা এসকলকে দম করানোর জন্য মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে শরীয়তে অনুমতি নেই। যদি কেউ পূর্বে এই ভূল করে থাকেন তবে তাদের উচিৎ যে, দ্রুত তাওবা করে ভবিষ্যতে না আনার সংকল্প করে নেয়া। তবে হ্যাঁ ফিনায়ে মসজিদ যেমন; ইমাম সাহেবের হুজরায় (রুম) তাদের দম করানোর জন্য নেয়াতে সমস্যা নেই, যদি মসজিদের ভেতর দিয়ে যেতে না হয়।
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন