প্রশ্ন: সম্পূর্ণ মসজিদ বা এর কোন একটি অংশকে শহীদ করে মানুষের জন্য সড়ক বানানো কেমন?
উত্তর: সম্পূর্ণ মসজিদ বা এর কোন একটি অংশকে শহীদ করে এতে সড়ক বানানো অকাট্যে হারাম, এতে মসজিদের অবমাননা এবং এতে বিরান করা আবশ্যক হয়ে যায়, সুতরাং এটি কঠোর ভাবে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যেমনটি প্রথম পারার সূরা বাকারার ১১৪ নং আয়াতে খোদায়ে রহমান
ইরশাদ করেন:
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ وَسَعَىٰ فِى خَرَابِهَآۚ أُو۟لَٰٓئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَلَهُمْ فِى ٱلْءَاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তার চেয়ে অধিক যালিম কে, যে আল্লাহ মসজিদগুলোতে বাধা দেয় সেগুলোতে আল্লাহর নামের চর্চা হওয়া থেকে এবং সেগুলোর ধ্বংস সাধনে প্রয়াসী হয়?
এই আয়াতে মুবারকার আলোকে সদরূল আফাযিল হযরত আল্লামা মাওলানা সায়্যিদ মুহাম্মদ নাঈমুদ্দীন মুরাদাবাদী (رحمة الله) বলেন: মসজিদের ধ্বংস সাধন যেমন নামায ও যিকরে বাধা প্রদানের মধ্যে প্রকাশ পায় তেমনি মসজিদ ভবনের ক্ষতি সাধন এবং এর অবমাননা করার মাঝেও প্রকাশ পায়। ফুকহায়ে কিরামগণ (رحمة الله) বলেন: যদি মানুষেরা ইচ্ছা করলো যে মসজিদের কোন অংশ মুসলমানের জন্য চলাচলের রাস্তা বানিয়ে দিবে, তবে বলা হয়েছে যে, তাদের এরূপ করার অধিকার নেই এবং নিঃসন্দেহে এটিই সঠিক।(ফতোয়ায়ে হিন্দিয়া, ২/৪৫৭) এমনই প্রশ্নের উত্তরে আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله) বলেন: নিশ্চয় এরূপ করা অকাট্য হারাম এবং অবশ্যই মসজিদের হকের ব্যাপারে সীমা অতিক্রম করা আর ওয়াকফের মসজিদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, পবিত্র শরীয়তে বিনা শর্তে ওয়াকফ যে, সেই ওয়াকফ কল্যাণের জন্য হওয়া, ওয়াকফের ধরন পরিবর্তন করাও নাজায়িয, যদিওবা মূল উদ্দেশ্য নিহিত থাকে, তবে একেবারে ওয়াকফের উদ্দেশ্য বাতিল করে অন্য কাজের জন্য দেয়া কিভাবে হলাল হতে পারে।(ফতোয়ায়ে রযবীয়া, ১৬/৩৫১)।
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন