প্রশ্ন: মসজিদকে রাস্তা বানানো কেমন?
উত্তর: মসজিদকে রাস্তা বানানো অর্থাৎ এর কোন অংশ দিয়ে চলাচল করা জায়িয নেই। ফোকাহায়ে কিরামগণ (رحمة الله) বিনা কারণে এরূপ করাকে নাজায়িয বলেছেন। (গমযুল উয়ুনিল বাসায়িরি, ৩/১৮৭) সদরূশ শরীয়া, বদরুত তরীকা মুফতী আমজাদ আলী আযমী (رحمة الله) বলেন: মসজিদকে রাস্তা বানানো অর্থাৎ এর মধ্য দিয়ে চলাচল করা নাজায়িয, যদি এতে অভ্যস্ত হয়ে যায় তবে ফাসিক, যদি কেউ এই নিয়্যতে মসজিদে গেলো, মধ্যখানে পৌঁছে অনুতপ্ত হলো, তখন যেই দরজা দিয়ে সে বের হতে চেয়েছিলো তা ছাড়া অন্য দরজা দিয়ে বের হলো বা নামায পড়লো অতঃপর বের হলো এবং অযু না থাকলে তবে যেদিক দিয়ে এসেছিলো সেদিকেই ফিরে যাবে। (বাহারে শরীয়ত, ১/৬৪৫, ৩য় অংশ) তবে হ্যাঁ! যদি কোন অপারগতা হয়, যেমন রাস্তা বন্ধ এবং মসজিদের রাস্তা ছাড়া অন্য দিক দিয়ে যাওয়ার কোন পথ নেই তবে প্রয়োজনে এর অনুমতি দেয়া হয়েছে, যেমনটি খোলাসাতুল ফতোয়ায় রয়েছে: এক ব্যক্তি মসজিদ দিয়ে চলাচল করে এবং একে রাস্তা বানিয়ে নিয়েছে, যদি অপরগতা হয় তবে তো জায়িয, বিনা কারণে হলে তবে নাজায়িয, অতঃপর যদি তার চলাচল করা জায়িয হয় তবে প্রতিদিন একবার এতে নামায পড়বে, এমন নয় যে, প্রতিবারই চলাচল করার সময়, কারণ এতে সমস্যা রয়েছে।(খোলাসাতুল ফতোয়া, কিতাবুস সালাত, ১/২২৯) আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله) বলেন: প্রয়োজনে মসজিদের এক দিকে ঢুকে অন্য দিকে বের হওয়া জায়িয, আর (সাধারণ অবস্থায়) মসজিদের অন্য দিক দিয়ে বের হওয়ার জন্য চলাচল করা হারাম কিন্তু প্রয়োজন বশত যে, রাস্তা বন্ধ এবং মসজিদ দিয়েই যেতে হবে, যেমনটি হজ্বের সময় মসজিদুল হারাম শরীফে হয়ে থাকে, এর অনুমতি দেয়া হয়েছে, তাও জুনুবী (যার উপর গোসল ফরয হয়েছে) বা ঋতুবর্তি মহিলারা নয়, তাছাড়া ঘোড়া ও গরুর গাড়ি যেতে পারবে না, (মসজিদ থেকে) বের হয়ে যাওয়ার জন্যও যাওয়া, নিয়ে যাওয়া কখনোই জায়িয নয়।(ফতোয়ায়ে রযবীয়া, ১৬/৩৫২)।
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন