মৌলভী কাসেম নানুতুভী


ওয়াহাবী মতবাদের অন্যতম পুরোধা মৌং কাসেম নানুতুভী তাহযীরুন নাছ” নামক কিতাবে বলেছে خَاتَمُ النَّبِیّینَ এর অর্থ সর্বশেষ নবী মনে করা এটা সাধারণ মানুষের ধ্যান ধারণা। কিন্তু জ্ঞানীদের নিকট প্রথম ও শেষ হওয়ার ক্ষেত্রে যেহেতু বিশেষ কোন ফজীলত বুঝা যায় না সেহেতু 


وَلَکِن رَسُولُ اللَّهِ وَخَتَمُ النَّبِیِّینَ


এ আয়াতের অর্থ সর্বশেষ নবী বলা শুদ্ধ নয়। এর যথাযথ অর্থ হবে তিনি সকল নবীদের আসল। তবে এ আয়াতে করীমা প্রশংসার স্থলে না হলে তখন خَاتَمُ النَّبِیِینَ এর অর্থ সর্বশেষ নবী বলা যুক্তি সঙ্গত হতো। সার কথা হল নানুতুভী সর্বশেষ নবী মানতে রাজী নয়। অথচ এটা খোদ ছরকারে দো'আলমের হাদিসে মুতাওয়াতির এবং সকল নবী, সাহাবী ও উম্মতে মুহাম্মদ (ﷺ)’র ইজমার খেলাফ।


(তাহযীরুন্নাছ-পৃঃ২,৩ কৃতঃ কাসেম নানুতুভী)


              ________________

কিতাবঃ ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান।

মুলঃ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ)।

ভাষান্তরঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল।

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন