নামাযে প্যান্ট বা পাজামা টাকনুর উপরে ভাঁজ করে পড়া যাবে?

 


প্রশ্ন : সাধারণত প্রায় মসজিদে নামায পড়লে দেখা যায় সাধারণ মানুষ নামাযের নিয়ত করার পূর্বে পরনের প্যান্ট বা পাজামা টাকনুর উপরে ভাঁজ করে নামায আদায়করে। শরীয়তের দৃষ্টিতে এটার হুকুম কিরূপ? বললে উপকৃত হব।

উত্তর : নামাযের ভেতরে বা বাইরে সব অবস্থাতেই অহঙ্কার বশতঃ পুরুষ টাখনু বা চুলগিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়া মাকরূহ-ই তাহরিমী। অহঙ্কার/গর্ব প্রকাশের জন্য না হলে মাকরূহে তানযীহি। আর নামাযের মধ্যে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামায পড়াও মাকরূহ। কিন্তু এ মাকরূহ থেকে বাচার জন্য অনেকে পায়ের নিচ থেকে পাজামা-প্যান্ট চুলগিরার উপরে মােচড়িয়ে দিয়ে থাকে। তাই পাজামা, প্যান্টকে পায়ের
নিচ থেকে মােচড়িয়ে টাখনুর উপরে পরিধান করা মাকরূহে তাহরীমি। বরং সম্ভব হলে কোমরের দিক দিয়ে মােচড়িয়ে প্যান্ট-পাজামা টাখনুর উপর তুলে পরিধান করবে, অন্যথায় সম্ভব না হলে যেভাবে আছে, সেভাবে নামায আদায় করে নেবে। এতে মাকরূহ তানযীহি হবে। নামাযে সাওয়াব কম হবে। নামায পুনরায় পড়তে হবে না।কিন্তু পাজামা-প্যান্টকে পায়ের নিচে থেকে মােচড়িয়ে টাখনুর উপর উঠিয়ে পরিধান করলে তাতে নামায মাকরূহ-ই তাহরীমি হবে বিধায়, ওই নামায পুনরায় আদায় করতে হবে।
(আল্লামা আবদুস্ সাত্তার হামদানী কর্তৃক রচিত মুমিন কি নামায' ও (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৬০-১৬১, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)।

Post a Comment

নবীনতর পূর্বতন