দরূদ শরীফের ফযিলত
প্রিয় নবী, রাসূলে আরবী (صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ) ইরশাদ করেন: যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করলো, তাল্লাহ তায়ালা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করে আর যে ব্যক্তি আমার প্রতি দশবার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তায়ালা তার প্রতি একশত রহমত অবতীর্ণ করে এবং যে ব্যক্তি আমার প্রতি একশতবার দরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তায়ালা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে, এই ব্যক্তি নিফাক (কপটতা) এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। (মু’জামু আওসাত, মান ইসমুহু মুহাম্মদ, ৫/২৫২. হাদীস নং-৭২৩৫।)
একটি মন্তব্য পোস্ট করুন