প্রশ্ন: রুমকে সুগন্ধ রাখার জন্য কি করা উচিৎ?
উত্তর: রুমকে সুগন্ধ রাখার জন্য লুবান(লুবান একটি বিশেষ গাছের কান্ড থেকে বের হওয়া ধুপ জাতীয় আঠা। সম্ভবত এটি পাকিস্তানে উৎপন্ন হয়না, সুতরাং এখানে সাধারণত নকল লুবানই বিক্রি হয় এবং যদি খাঁটি লুবান পাওয়াও যায় তবে এর দাম অনেক বেশি হবে, তবে ভারতে লুবান গাছ পাওয়া যায়। (ফয়যানে মদানী মুযাকারা বিভাগ) এর ধোঁয়া দিন, লুবান যেমনিভাবে পরিবেশকে সুগন্ধময় করে, তেমনি জিবাণূকেও নিঃশেষ করে। বর্তমানে কীট মারার জন্য যে ঔষধ স্প্রে করা হয়, তার পরিবর্তে লুবান ব্যবহার করুন, কেননা এর ধোঁয়া যদি নিশ্বাসে চলেও যায় তবে ক্ষতির পরিবর্তে উপকারই হয় এবং গলার ফোলা দূর করে, তবে শর্ত হলো যে, খাঁটি লুবান হতে হবে। যদি খাঁটি লুবানের সাথে এর শুকনো ডাল ও পাতা মিলিয়ে ধোঁয়া দেয়া যায় তবে শুধু রুম সুবাশিত হবে না বরং এর ধোঁয়া মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি এবং অন্যান্য কীট-পতঙ্গকে তাড়িয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনার আশেপাশের এবং বাড়ির পরিবেশকে পরিস্কার পরিছন্ন ও সুগন্ধময় রাখূন, কেননা এতে যেমন জীবাণূ নিঃশেষ হয়, তেমনি ঘরে বরকতও হয়, যেমনটি হযরত সায়্যিদুনা শায়খ আবুল আব্বাস বাউনি (رحمة الله) বলেন: সুগন্ধ জ্বালানোতে ঘরে বরকত হয়।
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন