কালামে রেযা - উচ্চারণ - ১ (১ম অংশ)

 

কালামে রেযা - উচ্চারণ - ১ (১ম অংশ)



ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম হ্যায় শাহে বাত্হা তেরা


‘নেহী’ সুনতা হি নেহী মাংগনে ওয়ালা তেরা ॥



ধারে চলতে হেঁ আতা কে উঅহ হ্যায় কতরা তেরা,


তারে খিলতে হেঁ সাখা কে উঅহ হ্যায় যররা তেরা ॥



ফয়য্ হ্যায় ইয়া শাহে তসনীম নিরালা তেরা


আপ পিয়াসোঁ কে তজসসুস মে হ্যায় দরইয়া তেরা ॥



আগনিয়া পালতে হেঁ দর সে উঅহ হ্যায় বাড়া তেরা,


আসফিয়া চলতে হেঁ সর সে উঅহ হ্যায় রাস্তা তেরা ॥



ফরশ্ ওয়ালে তেরী শওকত কা উলু’ কিয়া জানে


খুসরুওয়া আরশ্ পেহ্ উড়তা হ্যায় পহরীরা তেরা ॥



আসমাঁ খান যমীন খান যমানা মেহমান


ছাহেবে খানাহ্ লক্বব কিসকা হ্যায় তেরা তেরা ॥



ম্যায়ঁ তু মালিকহী কহোঁগা কেহ্ হাে মালিক কে হাবীব


ইয়ানী মাহবুব ও মুহিব্ব্ মে নেহী মেরা তেরা ॥



তেরে কদমোঁ মে জু হ্যাঁ গাইর কা মূঁহ কিয়া দেখে,


কৌন নযরোঁ পেহ্ চড়হে দেখকে তলওয়া তেরা ॥



বাহরে সায়েল কা হোঁ সায়েল কোয়েঁ কা পিয়াসা


খােদ বুঝা জায়ে কলিজা মেরা ছিঁটা তেরা ॥




কাব্যানুবাদ - ১ (১ম অংশ)



কী অশেষ দান দখিনা সাহারার বাদশা তােমার,


শােনে না ‘না’ কখনাে ভিখারী যে দ্বারে তােমার ॥



দানেরই ধারা বহে, সে তােমার ফোঁটা গাে হে


ওই অযুত তারা জ্বলে, সে যে এক বিন্দু দয়ার ॥



উপমা নাই করুণার, হে মালিক জান্নাতী ধারার, খুঁজে পিয়াসী কোথা আপনি দরিয়া তােমার ॥



দুয়ারে রাজ রাজড়া গড়ায়, নসীবে পড়বে আশায়,


সুফীরা মাথা ঠেকায় সে পদচিহ্নে তােমার ॥



কী মােদের সাধ্য আবার, তােমারই মর্যাদা মাপার,


ওগাে বাদশাহ আরশে উড়ে পতাকা তােমার ॥



কী যমীন, কী আসমান, যমানা সেও মেহমান,


এ সৃজন মালিকানায় সে তােমারই, তােমার ॥



আমি বলি তাে মালিক, মালিকের প্রিয়তম সঠিক,


প্রেমেরই এ ভূবনে নেই এ তােমার কি আমার ॥



চরণে হয় যে হাজির, কোথা কি যায় সে ফকীর,


ও চরণতল যে হেরে, চোখে ফের কে আসে তার ॥



দরিয়ার ধারাতে চাই, ভিখারী কুপে না যাই,


তােমারই ছিঁটে ফোঁ-টায় জুড়াবে আত্মা আমার ॥

উচ্চারণ ১ : (২য় অংশ)



চোর হাকেম সে চুপা করতে হ্যাঁ এয়াঁ উসকে খেলাফ,


তেরে দামান মে চুপে চোর, আনোক্ষা তেরা ।।



আখী ঠান্ডা হোঁ জিগার তাযে হোঁ জানেঁ সায়রাব,


সাচ্চে সুরাজ উঅহ দিল আরা হ্যায় উজালা তেরা ॥



দিল আবস খাওফ সে পাত্বা সা উড়া জাতা হ্যায়,


পাল্লা হাল্কা সাহী ভারী হ্যায় ভরােসা তেরা ॥



এক মায়ঁ কিয়া মেরে ইছয়াঁ কী হাকীকত কিতনী


মুঝ সে সও লাখ কো কাফী হ্যায় ইশারা তেরা ॥



মুফত পালা কভী কাম কী আদাৎ নাহ্ পড়ী,


আব আমল পুচতে হ্যাঁ হায়ে নিকম্মা তেরা ॥



তেরে টুকড়োঁ সে পালে গাইর কী ঠোকর পেহ্ না ডাল,


ঝড়কিয়াঁ খায়ে কাহাঁ ছােড় কে সদকা তেরা ॥



খার ও বীমার ও খাতাবাওয়ার ও গুনাহগার হোঁ ম্যায়ঁ,


রাফে' ও নাফে’ ও শাফে’ লক্বব আক্বা তেরা ॥



মেরী তাকদীর বুরী হাে তাে ভালী করদে, কেহ্ হ্যায়,


মাহভ্ ও ইসবাত কে দফতর পেহ্ কড়োড়া তেরা ॥



তু জু চাহে তু আবহী মেরে দিলকে ধুলেঁ,


কেহ্ খােদা দিল নেহী করতা কভী ম্যয়লা তেরা ॥



কিসকা মুহঁ তকিয়ে কাহাঁ জাইয়ে কিস সে ক্যহিয়ে,


তেরে হী কদমোঁ পেহ্ মিট জায়ে ইয়ে পালা তেরা ॥



তুনে ইসলাম দিয়া, তু নে জামাআত মে লিয়া,


তু করীম আব কোয়ী ফিরতা হ্যায় আতিয়্যা তেরা ॥




কাব্যানুবাদ - ১ (২য় অংশ)



চোরা হাকীমে লুকায়, নীতি ভিন্ন যে হেথায়,


পাপী আচঁলে বাঁচে, তুলনা নাই গাে দয়ার ॥



আঁখি ঠান্ডা ও পরান তাজা, তৃপ্ত গাে প্রাণ,


আসলে সূর্য সে তাে, চমক অপূর্ব তােমার ॥



মিছে ভয়ে তাে এ প্রাণ, পাতারূপ দেয় কি উড়ান,


পাল্লা হাল্কা হলেও তােমারই ভরসা ভার ॥



আমি এমন কি? আমার পাপেরও গ্লানি কী আর?


লাখাে এমনি পাপীকে সারে ইশারা তােমার ॥



করেছাে মুফত লালন, কাজে নেই অনুশীলন,


আমলের কীইবা হিসাব অকেজো এ অভাগার ॥



তব পালন পেলাম, করাে না পরের গােলাম,


কারই বকুনী খাব ছেড়ে তােমারই দুয়ার ॥



পাপী, লাঞ্চিত, লাচার, পীড়িত এ গুনাহগার


মান ও কল্যাণদাতা সুপারিশ শুধু তােমার ॥



বিধি মন্দ যদি হয়, করাে হে কল্যাণময়,


রাখা না রাখা বিধি, আছে তাে সে অধিকার ॥



তুমি ফিরালে নয়ন, কালিমামুক্ত এ মন,


প্রভু করে না তব শশীমুখ আঁধার ॥



কাকে জ্বালাব কোথায়, ব্যথা কেবা শুধায়,


পূতচরণে এ পােষ্য চাহে মিটে যাবার ॥



তুমি দ্বীন দিয়েছাে হে, করেছাে আশ্রিত হে, তুমি দাতাকে ছেড়ে যাবে কাঙাল কী আর।




মওত সুনতা হোঁ সিতম তলখ হ্যায় যহরা বায়ে নাব


কৌন লা দে মুঝে তলােঔঁ কা গাসালা তেরা ॥



দুর কিয়া জানিয়ে বদকার পে ক্যয়সী গুযরে,


তেরে হী দরপেহ্ মরে বে কস ও তনহা তেরা ॥



তেরে সাদকে মুঝে ইক বােন্দ বহুত হ্যায় তেরী,


জিস দিন আচ্ছোঁ কে মিলে জাম ছলকতা তেরা ॥



হেরম ও তায়বা ও বাগদাদ জিধার কীজিয়ে নিগাহ,


জোত পড়তী হ্যায় তেরী নূর হ্যায় ছুনতা তেরা ॥



তেরী সরকার মে লাতা হ্যায় রেযা উসকো শফী,


জু মেরা গাউস হ্যায় লাডলা বেটা তেরা ॥



শুনেছি তিক্ত মরণ, বিষাদাঁতে সে দংশন,


কে দেবে এনে আমায়, পা ধােয়া পানি তােমার ॥



পাপীরে রেখ না দূরে, কী যে ঝড় বয় অন্তরে


দ্বারে পড়ে সে মরে, একা উম্মত এ লাচার ॥



তব দোহাই হে, মােরে এক বিন্দু বাঁচার তরে,


পাবে যবে প্রিয়রা সুধা, সেই সে পেয়ালার ॥



তৈয়বা, বাগদাদে যেথা, যেদিকে পড়ে সে নেগাহ্


চমকে তােমারই নূর, জ্যোতি সেই নূর তােমার ॥



রেযা সে রাজ দুয়ারে, সুপারিশ নিল কারে,


আমারই গাউস তিনি, প্রিয় সন্তান তােমার ॥

______________

কিতাবঃ কালামে রেযা (হাদায়েকে বকশিশ কিতাব থেকে বাছাইকৃত কাব্যানুবাদ)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহঃ)

অনুবাদকঃ হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমান

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন