৯
(২১) يَا شَهِيْدُ : ২১ বার। যে সকালে (সূর্য উঠার আগে আগে) অবাধ্য ছেলে - মেয়ের কপালে হাত রেখে আসমানের দিকে মুখ করে পাঠ করবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার ছেলে - মেয়ে নেককার ও বাধ্যগত হবে।
(২২) يَا وَكِيْلُ : ৭ বার। যে প্রতিদিন আসরের সময় পাঠ করে নিবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل বিপদ-আপদ, দুর্ঘটনা হতে নিরাপত্তা লাভ করবে।
(২৩) يَا حَمِيْدُ : ৯০ বার। যার মন্দ কথা বলার অভ্যাস যায় না, তিনি পাঠ করে কোন খালি পেয়ালা বা গ্লাসে ফুঁক দিয়ে দিন। প্রয়ােজন অনুযায়ী সেটাতে পানি পান করুন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل অশ্লীল কথা বলার অভ্যাস দূর হয়ে যাবে। (একবার ফুঁক দেয়া গ্লাস বছরের পর বছর ব্যবহার করা যাবে)
(২৪) يَا مُحْصِى : ১০০০ বার। যে কেউ প্রত্যেক জুমার রাতে (অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে) পাঠ করে নিবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل কবর ও কিয়ামতের শাস্তি হতে নিরাপদ থাকবে।
(২৫) يَا مُحْيِىْ : ৭ বার পাঠ করে পেট ফাঁপা, পেট বা যে কোন স্থানে ব্যথা হােক অথবা শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, নিজের উপর ফুক দিয়ে দিন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل উপকার হবে। (চিকিৎসার সময় হতে আরােগ্য লাভ পর্যন্ত কমপক্ষে ১ বার)
(২৬) يَا مُحْيِى- يَا مُمِيْتُ : ৭ বার। যে প্রতিদিন পাঠ করে নিজের (শরীরের) উপর ফুক দেয়, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل (তাকে) যাদু ক্ষতি সাধন করতে পারবে না।
(২৭) يَا وَاجِدُ : যে কেউ খাবার খাওয়ার সময় প্রত্যেক গ্রাসের (পূর্বে) পাঠ করতে থাকবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل ঐ খাবার তার পেটে নূর হবে এবং রােগ দূর হয়ে যাবে।
(২৮) يَا مَاجِدُ : ১০ বার, পাঠ করে শরবতের উপর ফুঁক দিয়ে যে পান করে নিবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل সে (কঠিন) রােগে আক্রান্ত হবে না।
(২৯) يَا وَاحِدُ : ১০০১ বার। যার একাকী অবস্থায় ভয় লাগে, তবে একাকী অবস্থায় পাঠ করে নিন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার অন্তর হতে ভয় - ভীতি দূর হয়ে যাবে।
(৩০) يَا قَادِرُ : যে অযুর মধ্যে প্রত্যেক অঙ্গ ধােয়ার সময় পাঠ করার অভ্যাস করে নেয়, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل শত্রু তাকে কু - পথে পরিচালিত করতে পারবে না।
______________
কিতাবঃ ৪০ রূহানী চিকিৎসা
রচয়িতা : আমীরে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রজবী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন