(৩১) يَا قَادِرُ : ৪১ বার বিপদ এসে গেলে পাঠ করে
নিন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل বিপদ দূর হয়ে যাবে।
(৩২) يَا مُقْتَدِرُ : ২০ বার। যে প্রতিদিন পাঠ করে নিবে,
اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل সে রহমতের ছায়ায় থাকবে।
(৩৩) يَا مُقْتَدِرُ : ২০ বার। যে ঘুম থেকে জাগ্রত হয়ে পাঠ করে নিবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার সকল কাজে আল্লাহ্ তাআলার সাহায্য সাথে থাকবে।
(৩৪) يَا اَوَّلُ : ১০০ বার। যে প্রতিদিন পাঠ করে নিবে,
اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার স্ত্রী তাকে ভালবাসবে।
(৩৫) يَا مَانِعُ - يَا مُعْطِىْ : ২০ বার। স্ত্রী অসন্তুষ্ট হলে স্বামী, আর স্বামী অসন্তুষ্ট হলে স্ত্রী, শােয়ার পূর্বে বিছানায় বসে পাঠ করলে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل আপােষ হয়ে যাবে। (সময়সীমা : উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত)
(৩৬) يَا ظَاهِرُ : ঘরের দেয়ালে লিখে দিন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل দেয়াল নিরাপদ থাকবে।
(৩৭) يَا رَءُوفُ : ১০ বার। যে কোন অত্যাচারী হতে মযলুম বা অত্যাচারিত ব্যক্তিকে জালিম থেকে বাঁচাতে চায় এবং তার পাওনা উসূল করে দিতে চায়, সে যেন (এ ওয়াজীফা) পাঠ করার পর ঐ অত্যাচারীর সাথে কথা বলে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل অত্যাচারী ব্যক্তি তার সুপারিশ গ্রহণ করে নিবে।
(৩৮) يَا غَنِىُّ : মেরুদন্ড, হাঁটু, শরীরের বিভিন্ন স্থানের জোড়া ইত্যাদি ও শরীরের যে কোন স্থানে ব্যথা হােক, চলা - ফেরা, উঠা - বসার সময় পাঠ করতে থাকুন, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل ব্যথা দূরিভূত হয়ে যাবে।
(৩৯) يَا مُغْنِىْ : ১ বার পাঠ করে হাতে ফুক দিয়ে ব্যথার স্থানের উপর মালিশ করাতে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل শান্তি লাভ হবে।
(৪০) يَا نَافِعُ : ২০ বার। যে কেউ কোন কাজ শুরু করার পূর্বে পড়ে নিবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل ঐ কাজ তার ইচ্ছা অনুযায়ী পূরণ হবে।
______________
কিতাবঃ ৪০ রূহানী চিকিৎসা
রচয়িতা : আমীরে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রজবী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন