রূহানী চিকিৎসা (২)

 

(১১) يَا قَهَّارُ : ১০০ বার। যদি কোন বিপদ আসে তবে পাঠ করুন اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل বিপদ দূর হয়ে যাবে। 


(১২) يَا وَهَّابُ : ৭ বার। যে প্রত্যেহ পাঠ করবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل সে মুসতাযাবুদ দাওয়াত হয়ে যাবে। (অর্থাৎ তার প্রত্যেক দোআ কবুল হবে)


(১৩) يَا فَتَّاحُ : ৭০ বার। প্রত্যেহ যে ফজর নামাযের পর দু’হাত সিনা অর্থাৎ বুকের উপর রেখে পাঠ করবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার অন্তরের মরিচা ও ময়লা দূর হবে। 


(১৪) يَا فَتَّاحُ : ৭ বার। যে প্রতিদিন (দিনের যে কোন সময়) পাঠ করবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার অন্তর আলােকিত হবে। 


(১৫)  يَا قَا بِضُ : ৩০ বার। যে প্রতিদিন পাঠ করবে, সে


 اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل শত্রুর উপর বিজয় লাভ করবে। 


(১৬) يَا رَافِعُ : ২০ বার। যে প্রতিদিন পাঠ করবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার উদ্দেশ্য পূরণ হবে। 


(১৭) يَا بَصِيْرُ : ৭ বার। যে কেউ প্রত্যহ আসরের সময়


(অর্থাৎ আসর শুরুর সময় হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে কোন সময়) পাঠ করে নিবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل আকস্মিক মৃত্যু বরণ করা হতে নিরাপদ থাকবে।


(১৮) يَا سَمِيْعُ : ১০০ বার। যে প্রত্যেহ পাঠ করবে ও পাঠকালে কথা - বার্তা বলবেনা এবং পাঠ করে দোআ করবে  اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل যা প্রার্থনা করবে তা পাবে। 


(১৯) يَا حَكِيْمُ : ৮০ বার। যে প্রত্যেহ পাঁচ ওয়াক্ত নামাযের পর পাঠ করবে, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل কারাে মুখাপেক্ষী হবে না। 


(২০) يَا جَلِيْلُ : ১০ বার পাঠ করে যে নিজের কোন সম্পদ ও মালপত্র এবং টাকা - পয়সা বা মূল্যবান বস্তুর ইত্যাদির উপর ফুঁক মেরে দেয়, اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل এটি চুরি হওয়া হতে নিরাপদ থাকবে।

______________

কিতাবঃ ৪০ রূহানী চিকিৎসা

রচয়িতা : আমীরে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রজবী 

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন