রূহানী চিকিৎসা (১)

 

(১) هُوَ اللّٰهُ الرَّحِيم : যে প্রত্যেহ নামাযের পর ৭ বার পাঠ করবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل  শয়তানের ক্ষতি হতে বেঁচে থাকবে এবং তার ঈমানের সাথে মৃত্যু নছীব হবে। 


(২)  يَا مَلِكُ  : যে গরীব ব্যক্তি প্রত্যেহ ৯০ বার পাঠ করবে


 اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل 

দরিদ্র অবস্থা হতে মুক্তি লাভ করবে।


(৩)  يَا قُدُّوْشُ : যে কেউ সফর অবস্থায় এ ওয়াযিফা পড়তে থাকবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل  ক্লান্তি বা অবসাদ হতে নিরাপদ থাকবে। 


(৪)  يَا سَلَامُ : ১১১ বার পাঠ করে অসুস্থ ব্যক্তির উপর ফুঁক দেয়াতে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل আরােগ্য লাভ হবে। 


(৫) يَا مُهَيْمِنُ : যে কোন চিন্তাগ্রস্থ ব্যক্তি প্রত্যেহ ২৯ বার পাঠ করে নিবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার দুশ্চিন্তা দূর হবে। 


(৬)  يَا مُهَيْمِنُ : প্রত্যেহ ২৯ বার পাঠকারী اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل প্রত্যেক বিপদ - আপদ হতে নিরাপদ থাকবে।


(৭) يَاعَزِيْزُ : ৪১ বার। বিচারক বা অফিসার ইত্যাদির নিকট (জায়িয উদ্দেশ্য পূরনের জন্য ) যাওয়ার পূর্বে পাঠ করে নিন اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل ঐ বিচারক বা অফিসার দয়ালু হয়ে যাবে।


(৮) يَا مُتَكَبِّرُ : প্রতিদিন ২১ বার পাঠ করে নিন, ভয় - ভীতিপূর্ণ স্বপ্ন দেখে থাকলে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل এটার বরকতে ভয়ংখর স্বপ্ন দেখবে না। (চিকিৎসার সময় হতে আরােগ্য লাভ হওয়া পর্যন্ত)


(৯)  يَا مُتَكَبِّرُ : ১০ বার স্ত্রীর সাথে “ মিলন ” করার পূর্বে পাঠকারী اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل নেক্কার সন্তানের পিতা হবে।


(১০) يَا بَارِىءُ : ১০ বার। যে কেউ প্রত্যেক জুমা (শুক্রবার) পড়ে নিবে اِنْ شَآءَ اللّٰه عَزَّوَخَل তার পুত্র সন্তান হবে। 

______________

কিতাবঃ ৪০ রূহানী চিকিৎসা

রচয়িতা : আমীরে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রজবী 

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন