দরূদ শরীফের ফযীলত

 

দরূদ শরীফের ফযীলত

আল্লাহ্ তাআলার প্রিয় হাবীব, হাবীবে লাবীব, নবী করীম, রউফুর রহীম, হুযুর পুরনূর صلّى اللّٰهُ تَعَالَى عَلَيْهِ وَاَلِهٖ وَسَلَّم ইরশাদ করেন : “যে আমার উপর জুমার রাতে এবং জুমার দিন ১০০ বার দরূদ শরীফ পড়ে, আল্লাহ্ তাআলা তার ১০০ টি হাজত পূরণ করবেন। ৭০ টি আখিরাতের, আর ৩০ টি দুনিয়ার। ” (তারিখে দামেশক লি ইবনে আসাকির, ৫৪ খন্ড, ৩০১ পৃষ্ঠা)।


صَلُّوْ اعَلَى الْحَبِيْب!          صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد


প্রতিটি ওয়াজিফার শুরু ও শেষে ১ বার করে দরূদ শরীফ পাঠ করে নিন। ফলাফল প্রকাশ না হওয়া অবস্থায় অভিযােগের পরিবর্তে নিজের অসতর্কতার কারণে দুর্ভাগ্য মনে করুন এবং আল্লাহ্ তাআলার প্রজ্ঞার প্রতি দৃষ্টি রাখুন।


 

Post a Comment

নবীনতর পূর্বতন