বর্তমানে সালাফী পতাকা বহনকারী হলো ভারতের জাকির নায়েক

 

বর্তমানে সালাফী পতাকা বহনকারী হলো ভারতের জাকির নায়েক


ইসলামী দাওয়াতের নামে সে বর্তমান যুগের অসংখ্য লোককে গোমরাহীর দিকে নিমজ্জিত করছে। আমাদের যুব সমাজের এক বিরাট অংশ তার অন্ধ অনুসারী। সৌভাগ্যক্রমে ভারত ও পাকিস্তানের হক্কানী ওালামাগন তার মুখোশ খুলে আসল চেহারার প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু বাংলাদেশে তার জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি। “পিস টিভি” তার মূখ্য হাতিয়ার যা বহুলাংশে যাকাতের টাকায় পরিচালিত। বাংলাদেশে “পিস স্কুল” স্থাপন করে সে কোমলমতি শিশুদের মগজ ধোলাই করে বাংলাদেশের মুসলমানদিগকে এক অপূরনীয় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। (যদিও পিস টিভির সম্প্রচার অন্যান্য দেশের মত বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু ঐ টিভির বাংলাদেশি বক্তারা এখনো বহাল তবিয়তে আছেন এবং আমাদের কয়েকটি টিভি চ্যানেলে তাদের বাতিল আক্বীদা প্রচার করে যাচ্ছেন। অনুরূপ ভাবে পিস স্কুল গুলো বন্ধ ঘোষণা হলেও এগুলোর স্থানীয় পৃষ্টপোষকরা ভিন্ন নামে এ প্রতিষ্ঠান গুলো পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন।)



জাকির নায়েকের কিছু ভ্রান্ত আক্বীদা নিম্নে প্রদত্ত হলো:-



১।        আল্লাহ্কে ব্রাম্ম, বিষ্ণু প্রভৃতি নামে ডাকা যাবে।



২।        চারজন মহিলা নবী এসেছিলেন।



৩।        রাম ও কৃষ্ণ নবী হতে পারেন।



৪।        শিয়া সুন্নী পার্থক্য রাজনৈতিক।



৫।        খৃষ্টান পাদ্রী কুরআনে ভূল আছে-এমন মন্তব্য করলে সে (জাকির নায়েক) তা সমর্থন করে।



৬।        কুরআন শরীফ স্পর্শ করার ক্ষেত্রে পবিত্রতা লাগে না।



৭।        সুবহে সাদিক হলেও সাহরী খাওয়া যায়।



(জাকির নায়েকের ভ্রান্ত আক্বীদা সম্বদ্ধে বিস্তারিত জানতে হলে, মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর কর্তৃক প্রনীত “ডাক্তার জাকির নায়েকের স্বরূপ উম্মেচন” নামক বইখানা পড়া যেতে পারে।)

_________________

কিতাব : হক্ব-বাতিলের পরিচয় ও ঈমান রক্ষা

গ্রন্থনা ও সংকলনে:

ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন