কাদিয়ানী মতবাদঃ
কাদিয়ানী মতবাদের প্রবক্তা মির্যা গোলাম আহমদ কাদিয়ানী ১৮৬৫ সালে ১৩ ফেব্রুয়ারী ভারতের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান গ্রামে জন্মগ্রহন করে। এই মির্যা সাহেব ২৩ মার্চ ১৮৮৯ সালে “আহমাদিয়া মুসলিম জামায়াত” নামক ইসলামের নতুন এক ভ্রান্ত মতবাদের জন্ম দেয়। তার অনুসারীদের সংক্ষেপে কাদিয়ানী বলা হয়। এদের মূল পৃষ্ঠপোষক হলো ইহুদি-নাসারারা।
কাদিয়ানীদের মতবাদগুলো-
১। কাদিয়ানী সাহেব বলে - “আমি স্বপ্নে দেখলাম যে, আমি স্বয়ং খোদা, আমি বিশ্বাস করে ফেলি যে, আমি তাই।” (নাউযুবিল্লাহ্)
২। “আমার প্রভু আমার হাতে বায়াত গ্রহন করেছেন।” (নাউযুবিল্লাহ্)
৩। “তুমি আমার কাছে আমার (খোদার) সন্তানতুল্য”, আল্লাহ্ তা’আলা আমাকে এ বলে সম্বোধন করেছেন। (নাউযুবিল্লাহ্)
৪। আমি এক শরীয়তধারী নবী। আমার শরীয়তে আদেশও রয়েছে, নিষেধও রয়েছে। (নাউযুবিল্লাহ্)
৫। “সর্বশেষ নবীর প্রকাশের মাধ্যমে আমিই সেই প্রতিশ্রুত জ্যোতি।” (নাউযুবিল্লাহ্)
৬। পবিত্র নবীর ৩০০০ মুজিযা ছিল। অথচ আমার মুজিযা দশ লক্ষ।
৭। মির্যা সাহেব গোসল ফরজ হওয়া সত্তে¡ও গোসল না করে ইমামতি করতে আসত। (তথ্য সূত্র: বাহারে শরীয়ত-১ম খন্ড)
উপরোক্ত জঘন্য আক্বিদার জন্য ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কাদিয়ানী সম্প্রদায়কে এক বাক্যে কাফের ফতোয়া দিয়েছেন এবং কোন কোন মুসলিম রাষ্ট্রও তাদের কাফের ঘোষনা করেছে। এমতাবস্থায় কাদিয়ানীদের বিষয়ে আর বিশেষ কোন বর্ণনার প্রয়োজন আছে বলে মনে হয় না।
_________________
কিতাব : হক্ব-বাতিলের পরিচয় ও ঈমান রক্ষা
গ্রন্থনা ও সংকলনে:
ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন