শিয়া আক্বিদা
খোলাফায়ে রাশেদীনের তৃতীয় খলিফা হযরত ওসমান যিন নূরাঈন (رضي الله عنه) এর খিলাফতকালীন রাজনৈতিক গোলযোগের সময় ইহুদি সম্প্রদায় থেকে আসা কৃত্রিমভাবে ইসলাম গ্রহনকারী কুখ্যাত মুনাফিক আবদুল্লাহ্ ইবনে সাবা শিয়া ফিরকার মূল প্রবক্তা। সে রাসূল (ﷺ)-এর আহ্লে বায়তের প্রতি অতি ভালবাসা প্রদর্শনপূর্বক ইসলাম বিরোধী কিছু মারাত্বক বদ আক্বিদার প্রচার-প্রসার করে মুসলমানদের মধ্যে একটি ভ্রান্ত দলের জন্ম দেয় - সেই দলটির নাম হলো “শিয়া”। এদের মধ্যে অনেক দল-উপদল রয়েছে। অর্থাৎ তারা নিজেরাই বহু র্ফিকায় বিভক্ত। তাদের কিছু ভ্রান্ত আক্বিদা নিম্নে প্রদত্ত হলোঃ
১। আল্লাহ্ তা’আলাকে দেল বিশিষ্ট মনে করা। (নাউযুবিল্লাহ্)
২। তাদের কালেমা - “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ ওয়া আলীউন খলিফাতুল্লাহ্”।
৩। শিয়াদের ইমামের মর্যাদা নবীগণও ফেরেস্তা থেকেও উত্তম।
৪। প্রিয় নবী (ﷺ)-এর ওফাতের পর সকল সাহবায়ে কেরাম ইমাম হযরত আলী (رضي الله عنه) হাতে বায়াত না করার কারনে কাফির ও মুরতাদ হয়ে গেছেন।
৫। খোলাফায়ে রাশেদীনের শানে তারা চরম বেয়াদবীপূর্ন মন্তব্য করে। যেমন- হযরত আবু বকর (رضي الله عنه)-কে হুজুর (ﷺ) কখনো দ্বীনি কার্যক্রমের অভিবাবক নিযুক্ত করেননি, হযরত ওমর (رضي الله عنه) অজ্ঞ ছিলেন, হযরত ওসমান (رضي الله عنه) এর উপর সকল সাহাবা অসন্তুুষ্ট ছিলেন, হযরত আয়েশা (رضي الله عنه) রাসূলে খোদা (ﷺ)-এর বিরোধীতা করেছেন ইত্যাদি।
৬। তাদের মতে পবিত্র কুরআনে সূরাতুল বেলায়েত নামে একটি সূরা ছিল যা কুরআন থেকে বাদ দেয়া হয়েছে।
৭। তাদের বিশ্বাস হচ্ছে যিনি ইমাম তিনি আল্লাহর প্রতিচ্ছবি।
৮। তাদের মতে মুতা বিবাহ জায়েয এবং সওয়াবের কাজ।
৯। শিয়াদের দৃষ্টিতে তাকীয়া (তাকীয়া মানে আসল উদ্দেশ্য গোপন করে মুখে ভিন্ন ধরনের মত প্রকাশ করা বা কথায় ও কাজে অমিল সৃষ্টি করা) ও কিতমান (কিতমান মানে আসল মাযহাব ও আক্বিদা অন্তরে পোষন করা এবং অন্যের কাছে অসৎ উদ্দেশ্যে ইহা প্রকাশ না করা) জায়েয।
১০। তাদের মতে নফল নামাজ ও তেলাওয়াতে সিজদায় কেবলামুখী হওয়া জরুরী নয়।
১১। নাপাক অবস্থায় নামাজ জায়েয।
১২। আশুরার রোজা ভোর হতে আসর পর্যন্ত মোস্তাহাব।
১৩। ব্যবসায়ীদের জন্য কসরের নামাজ নেই।
১৪। শিয়াদের একটি বড় জামায়াত বিশেষ করে ইসমাইলিয়ারা বিশ্বাস করে যে, তাদের ইমাম আখেরী নবী। (নাউযুবিল্লাহ্)।
_________________
কিতাব : হক্ব-বাতিলের পরিচয় ও ঈমান রক্ষা
গ্রন্থনা ও সংকলনে:
ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন