ইস্তেখারার নামাজের বর্ণনা
بيان صلوٰة ااستخارة
ومن المندوب ركعتا الإستخارة – فيندب لمن أرادأمرا من الامور المباحة والتبس عليه وجه الخير فيه ان يصلى ركعتين يقرأ بماشاء بعدالفاتحة – ثم يحمدالله ويصلى على نبيه صلى الله عليه وسلم – ثم يدعو بالدعاء الماثور الآتى .
فعن جابر رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة فى الامور كلها كما يعلمنا السورة من القرآن يقول فليركع ركعتين من غير الفريضة ثم ليقل اللهم انى استخيرك بعلمك واستقدرك بقدرتك- وأسئلك من فضلك العظيم – فانك تقدر والااقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم انّ هذالامر (ويسمى حاجته). خير لى فى دينى ومعاشى وعاقبة أمرى او عاجل امرى وآجله فاقدره لى ويسرّه لى ثم بارك لى فيه وإن كنتَ تعلم ان هذا الامر شرلى فى دينى وماشى وعاقبة امرى اوقال عاجل امرى وآجله – فاصرفه عنّى واصر فنى عنه- واقدر لى الخير حيث كان ثم ارض به (رواه الجماعة سوى المسلم) .
মনদুব নামাজের এক প্রকার ইস্তেখারার নামাজ। সুতরাং যে ব্যক্তি বৈধ বিষয়ের যে কোন বিষয় করার উদ্দেশ্য করলে এবং এতে সে ভাল দিক তালাশ করতে ইচ্ছুক হলে দু’রাকাত নামাজ আদায় করা মনদুব হবে। এতে ফাতেহার পর ইচছানুপাতে যে কোন সূরা পড়তে পারবে। অত:পর আল্লাহ তায়ালার হামদ আদায় করে দুরূদ শরীফ পাঠ করবে। এরপর নিম্নে বর্ণিত দোয়ায়ে মাসূরা পাঠ করবে। হযরত জাবের (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে প্রত্যেক বিষয়ে ইস্তেখারা শিক্ষা দিতেন যেভাবে আমাদেরকে কোরআনে পাকের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন ফরজ ব্যতীত দু’রাকাত নামাজ আদায় কর। অত:পর বল হে আল্লাহ! আমি তোমার নিকট তোমারই জ্ঞানের মাধ্যমে কল্যাণ কামনা করছি। তোমার ক্ষমতার মাধ্যমে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি ও তোমার মহান বদান্য থেকে প্রার্থনা করছি। কেননা তুমি সক্ষম আমি অক্ষম, তুমি জ্ঞাত আমি অজ্ঞাত, তুমি অদৃশ্য বিষয়ে অত্যধিক জ্ঞাত। যদি তোমার জানা থাকে অবশ্যই এ বিষয়ে (স্বীয় প্রয়োজন উলেখ করবে আমার দ্বীন সম্পর্কে এবং ইহকালীন ও পরকালীন জীবনে বা তাৎক্ষনিক বা পরবর্তীতে আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে তা হলে উহা আমার জন্যে সহজ করে দিন ও তা পালন করার ক্ষমতা দান করুন। অত:পর এতে আমার জন্যে বরকত দান করুন।
আর যদি তোমার জ্ঞানে থাকে যে উহাতে আমার অমঙ্গল, অকল্যাণ নিহিত আছে আমার ইহকালীন বা পরকালীন, তাৎক্ষনিক বা পরবর্তীতে তাহলে আমার থেকে উহা সরিয়ে দিন ও আমাকে উহা হতে দূরে রাখুন এবং আমার কল্যাণ যেখানে নিহিত সেখানে যাওয়ার তৌফিক দান করুন এবং এতে সন্তুষ্ট থাকার ক্ষমতা দান করুন। (মুসলিম ব্যতীত সবাই রেওয়ায়ত করেন)।
___________________
কিতাবঃ তরিকুস সালাত আ’লা ছাবিলিল ইজাজ বিল্-মাযহাবিল হানাফী
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)
অনুবাদক: মাওলানা ছালেহ আহমদ
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন