প্রয়োজন সমাধানে নামাজের বর্ণনা

 

প্রয়োজন সমাধানে নামাজের বর্ণনা

بيان صلوٰة الحاجة

عن عبدالله بن أبى أوفى قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له الى الله حاجة أو الى أحد من بنى آدم- فليتوضأ وليحسن الوضؤ ثم ليصل ركعتين – ثم ليثن على الله تعالى وليصل على النبى صلى الله عليه وسلم ثم ليقل لا اله الا الله الحليم الكريم – سبحان الله رب العرش العظيم الحمدلله رب العلمين اسئلك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم لاتدَع لى ذنبا الاغفرتّه ولاهما الافرّجته ولاحاجة هى لك رضى إلا قضيتها ي ارحم الراحمين (رواه الترمذى) .



عن ابى الدرداء رضى الله عنه ان النبى صلى الله عليه وسلم قال من توضأ فاسبغ الوضؤ ثم صلى ركعتين يتمهما اعطاه الله ماسأل معجلا أومؤخرا  (رواه أحمد بسند صحيح) .



হযরত আবদুল্লাহ বিন আবু আওফা (رضي الله عنه) হতে বর্ণিত তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, কোন ব্যক্তি আল্লাহ তায়ালার প্রতি বা কোন বান্দার প্রতি কোন প্রকার প্রয়োজনের মুখাপেক্ষী হয় সে যেন উত্তম অজু করে দু’রাকাত নামাজ আদায় করেন। অত:পর আল্লাহ তায়ালার হামদ ছানা পাঠ করে নবী করিম (ﷺ) এর উপর দরূদ শরীফ প্রেরণ করে বলবে, ‘‘ধৈর্য্যশীল, দানশীল আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। সকল প্রকারের অপারগতা, দুর্বলতা হতে পবিত্র, মহান আরশের মালিক আল্লাহ তায়ালা। সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তায়ালার জন্যে, আমি তোমার আবশ্যকীয় রহমত, অবধারিত ক্ষমা, প্রত্যেক পূণ্যময় কর্মের অমুখাপেক্ষী ও পাপকর্ম হতে নিরাময়ের দোহায় দিয়ে তোমার নিকট এ প্রার্থনা করছি যে, আমার কোন অপরাধ ক্ষমা ব্যতীত ছেড়ে দিবেন না, কোন দু:খ দুশ্চিন্তার নিষ্কৃতি প্রদান করা বিহীন রেখে দিবেন না এবং এমন প্রয়োজনীয় বিষয় যাতে তোমার সন্তুষ্টি নিহিত রয়েছে তা পূরণ করা ব্যতীত রেখে দিবেন না, হে সকল অনুগ্রহ পরায়ণগণের সর্বাধিক অনুগ্রহশীল’’। (তিরমিজি শরীফ)



হযরত আবু দারদা (رضي الله عنه) হতে বর্ণিত অবশ্যই নবী করিম (ﷺ) এরশাদ করেন, যে ব্যক্তি অতি উত্তম অজু করে দু’রাকাত নামাজ যতœসহকারে আদায় করেন আল্লাহ তায়ালা তার প্রার্থনা অনুপাতে তাৎক্ষনিক বা পরবর্তীতে দান করবেন। (আহমদ বিশুদ্ধ সনদে রেওয়ায়ত করেছেন)।

___________________

কিতাবঃ তরিকুস সালাত আ’লা ছাবিলিল ইজাজ বিল্-মাযহাবিল হানাফী

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)

অনুবাদক: মাওলানা ছালেহ আহমদ

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন