ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দৃষ্টিতে কদমবুছি

 

ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দৃষ্টিতে কদমবুছি


যাদের লেখা হাদিসের কিতাব পড়ে উলামায়ে কেরাম আলিম হয়েছেন এবং হাদিস শাস্ত্রের অন্যতম কর্ণধার স্বয়ং ইমাম বুখারী (رحمة الله) ও ইমাম মুসলীম (رحمة الله) এর কদমবুছি সম্পর্কে আমল লক্ষ্য করুন:-



وقال أحمد بن حمدون القصار: رايت مسلم بن الحجاج جاء إلى البخاري وقال محمد بن حمدون القصار فقل بين عينيه وقال: دعني أقبل رجليك يا أستائر الأتانيين ، وسيد المدنيين ، وطبيب الحديث في علله،



-"আহমদ ইবনে হামদন কাচ্ছার (رحمة الله) বলেনঃ আমি ইমাম মুসলীম ইবনে হাজ্জাজ (رحمة الله) কে ইমাম বুখারী (رحمة الله) এর প্রতি বলতে শুনেছি যে: ওহে সায়েদুল মােহাদ্দেছীন, সকল উস্তাদের উস্তাদ, ইলালে হাদিসের পবিত্র ব্যক্তি! আমাকে আপনার পদচুম্বন করার জন্য অনুমতি দান করুন। (ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, ১৯ তম খন্ড, ২৪৭ পৃঃ ; হাফিজ ইবনে কাছিরঃ অাল বেদায়া ওয়ান নেহায়া, ১১ তম খন্ড, ৩২ পৃ ; তারিখে বাগদাদ, ২০ তম খন্ড, ১৬৭ পৃ: ইমাম নববী: তাহজিবে আসমা ওয়াল লুগাত, ১ ম খন্ড, ৭০ পূ ; ইমাম যাহাবী: সিয়ারে আলম নুবালা, ১০ ম খন্ড, ১০২ পৃঃ)



ওহে নিম মােল্লার দলেরা! বর্ণনাটি ভাল করে লক্ষ্য করুন! ইমাম মুসলীম (رحمة الله) ইমাম বুখারী (رحمة الله) এর কদমবুছী করেছেন। সুতরাং আমিরুল মােহাদ্দেছীন ফিল হাদিস হজরত ইমাম বুখারী (رحمة الله) ও ইমাম মুসলীম (رحمة الله) উভয়ই কদমবুছীর পক্ষে ছিলেন। কদমবুছী যদি শরিয়াতে না থাকত তাহলে ইমাম মুসলীম (رحمة الله) ইহা অনুমতি প্রার্থনা করতেন না।

_______________

সহিহ হাদিসের আলােকে মাজার যিয়ারত পূজা নয় ও কদমবুছির সমাধান

গ্রন্থনায়ঃ  মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী 

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন