কদমবুছি সম্পর্কে ইমাম নববী (رحمة الله) এর ফতোওয়া
সম্মানীত ও বুজুর্গ ব্যক্তির কদমবুছীর ব্যাপারে সবচেয়ে সুন্দর ফাতওয়া প্রদান করেছেন আল্লামা ইমাম নববী (رحمة الله। যেমন তিনি বলেন,
إذا أراد تقبيل يد غيره ، إن كان ذلك لزهده وصلاحه أو علمه أو شرفه وصيانته أو نحو ذلك من الأمور الدينية ، لم يكره ، بل يستحب
-"যদি কারাে পরহেজগারী, যােগ্যতা, ইলিম, ভদ্রতা, সত্যবাদিতা ও দ্বীনি কার্যকলাপ দেখে হস্ত ও পদচুম্বন করে তবে মাকরুহ হবেনা বরং মােস্তাহাব হবে।"(ইমাম নববী ; আল আজকার, ২৬২ পৃ: ৭৫০ নং হাদিসের ব্যাখ্যায়।
ইমাম শাহাবুদ্দিন খুফফাজী (رحمة الله) এর ফতোওয়া
এ সম্পর্কে আল্লামা শিহাবুদ্দিন খুফফাজী (رحمة الله) তদীয় কিতাবে বলেন,
"فاذن له في تقبيل يديه ورجليه فقبلهما وفيه دليل على جواز تقبيل اليد والرجل من الفاضل المفضول اذا كان لزهده وصلاحة او علمه وشرفة وليس بمكروه بل يستحب
-"তাকে অনুমতি দিলেন প্রিয় নবীজি (ﷺ) এর হস্ত ও পদচুম্বন করার। এই হাদিস দ্বারা সম্মানী ব্যক্তির হস্ত ও পদচুম্বন জায়েয প্রমাণিত হয়। যদি কারাে পরহেজগারী, যােগ্যতা, ইলিম, ভদ্রতা, সত্যবাদিতা ও দ্বীনি কার্যকলাপ দেখে হস্ত ও পদচুম্বন করে তবে মাকরুহ হবেনা বরং মােস্তাহাব হবে।"(নাছিমুর রিয়াদ্ব, ৩ য় খন্ড, ৪৮ পৃ:)।
মাওলানা রশিদ আহমদ গাংগুহীর এর ফতোওয়া
প্রখ্যাত দেওবন্দী আলিম, মাওলানা রশিদ আহমদ গাংগুহী সাহেব তদীয় ফাতওয়ার কিতাবে বলেন-"দুই হাত দ্বারা কদমবুছী করা বিদয়াত বরং দুই ঠোট দ্বারা কদমবুছী করা সুন্নাত, যেমনটি আবু দাউদ শরীফে এসেছে: আল্লাহর নবী (ﷺ) এর হাত ও পা মােবারকে চুম্বন করলেন।"(ফাওয়ায়ে রশিদিয়া, ৫৪ পৃঃ)
উল্লেখ্য যে, বর্তমান ' ফাতওয়ায়ে রশিদিয়া ' এর নতুন ছাপা থেকে উক্ত এবারত তুলে দিয়ে ভিন্নভাবে লিখেছে, কিন্তু পুরাতন ছাপার মধ্যে এই এবারত ' উল্লেখ রয়েছে। তাই ফোকাহায়ে কেরামের অভিমত দ্বারা জানা যায়, নেক নিয়তে কদমবুছী করা শুধু জায়েযই নয় বরং মােস্তাহাব-সুন্নাত। এখানে মূল বিষয়টা হচ্ছে সহিহ্ নিয়ত। এরূপ আমল স্বয়ং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমােদিত এবং ছাফে-ছালেহীনের আমল ও সমর্থন দ্বারা প্রমাণিত। তাই কদমবুছীর সমালােচনা করার পূর্বে রাসূলে পাক (ﷺ) এর আমল, সাহাবায়ে কেরাম ও ছাফে-ছালেহীনের আমলের দিকে লক্ষ্য রেখেই কথা বলা উচিৎ।
_______________
সহিহ হাদিসের আলােকে মাজার যিয়ারত পূজা নয় ও কদমবুছির সমাধান
গ্রন্থনায়ঃ মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন