মসজিদে অনেকে দাঁড়িয়ে নিজের অসহায়ত্ব এবং অসুস্থতা ইত্যাদি বর্ণনা করে সাহায্যের আবেদন করে যদি সে আসলেই হকদার হয়, তবে কি তাকে কিছু দেয়া যাবে নাকি যাবে না?


প্রশ্ন: মসজিদে অনেকে দাঁড়িয়ে নিজের অসহায়ত্ব এবং অসুস্থতা ইত্যাদি বর্ণনা করে সাহায্যের আবেদন করে যদি সে আসলেই হকদার হয়, তবে কি তাকে কিছু দেয়া যাবে নাকি যাবে না? 


উত্তর: মসজিদে নিজের জন্য সাহায্য চাওয়া নিষেধ এবং এরূপ ভিক্ষুককে দেয়াও জায়িয নয়, যেমনটি সদরুশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী (رحمة الله) বলেন: 

মসজিদে ভিক্ষা করা হারাম এবং এরূপ ভিক্ষুককে দেয়াও নিষেধ।(বাহারে শরীয়ত, ১/৬৪৭, ৩য় অংশ।) আলা হযরত (رحمة الله) বলেন: আয়িম্মায়ে দ্বীনরা  (رحمة الله) বলেন: যে মসজিদের ভিক্ষুককে এক পয়সা দিবে, সে যেনো সত্তর পয়সা আল্লাহ তায়ালার পথে আরো দেয়, যেনো সেই পয়সার গুনাহের কাফফারা হয়। (আহকামে শরীয়ত, ৯৯ পৃষ্ঠা।) এর সমাধান এরূপ যে, যদি আসলেই অভাবী হয়, তবে স্বয়ং মসজিদে ভিক্ষা করার পরিবর্তে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে নিজের অভাবের কথা বলবে, এবার ইমাম সাহেব তাকে সাহায্য করার জন্য নামাযীদের নিকট আবদেন করবে, তবে এতে কোন সমস্যা নাই।

___________

মসজিদের আদব

মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন