প্রশ্ন: মসজিদের ময়লা কোথায় ফেলবে?
উত্তর: মসজিদের ময়লা বা মসজিদের চাটাইয়ের ভাঙ্গা অংশ ইত্যাদি এমন স্থানে ফেলা নিষেধ, যেখানে বেআদবী হওয়ার আশংখা রয়েছে, যেমনটি হযরত আল্লামা আলাউদ্দীন মুহাম্মদ বিন আলী হাসকফী (رحمة الله) বলেন: মসজিদের খড় খুটো ঝাড়– দিয়ে এমন স্থানে ফেলবে না, যেখানে এর সম্মানে পার্থক্য হয়। (দুররে মুখতার, কিতাবুত তাহারাত, ১/৩৫৫।) অনুরূপভাবে মসজিদের কোন জিনিষ পুরাতন হয়ে গেলে তবে তা কিনে নিয়েও বেআদবী হয় এরূপ স্থানে লাগাবেন না, যেমনটি আমার আক্বা আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দীদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله) এর দরবারে প্রশ্ন করা হয়েছিলো যে, মসজিদের কোন জিনিষ নষ্ট হয়ে গেলে, তা বিক্রি করে এর মূল্য মসজিদে দিল, অতঃপর অপর ব্যক্তি মূল্য পরিশোধ করে মসজিদের সেই বস্তু নিজের বাড়িতে রাখে তবে কি তা তার জন্য জায়িয নাকি নাজায়িয? তখন আলা হযরত (رحمة الله) উত্তরে বলেন: জায়িয, কিন্তু তা বেআদবী হয় এরূপ স্থানে রাখবে না।(ফতোয়ায়ে রযবীয়া, ১৬/২৮১।)
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন