প্রশ্ন: মসজিদের নবনির্মাণের কারণে পূর্ববর্তী নির্মাণের ধ্বংসস্তুপ যদি রয়ে যায়, তবে এই ধ্বংসস্তুপ সম্পর্কে বিধান কি?
উত্তর: মসজিদের পূববর্তী নির্মাণের রয়ে যাওয়া ধ্বংসস্তুপের বিধান বর্ণনা করতে গিয়ে আমার আক্বা আলা হযরত (رحمة الله) বলেন: মসজিদের ধ্বংসস্তুপ যা বিক্রি করা যাবে, যদি তা অপর কোন মসজিদের কাজে আসে এবং রেখে দেয়াতে তা ছড়িয়ে ছিটিয়ে না পরে তবে নিরাপত্তার সহিত রেখে দিবে, অন্যথায় বিক্রি করে দিবে এবং বিক্রিত মূল্য মসজিদেরই নির্মাণেই লাগান, বদনা, বস্তা, তেল, বাতি ইত্যাদিতে ব্যয় করা যাবে না। এসব কাজ মোতওয়াল্লি এবং বিশ্বস্ত মহল্লাবাসীর তত্ত্বাবধানেই হবে। তা কোন আদব সম্পন্ন মুসলমানের হাতে বিক্রি করবে কেননা সে যেনো এসব কোন অহেতুক বা নাপাক স্থানে না লাগায়। কাঠ জ্বালানো ছাড়া আর কোন কাজে না লাগলে তবে মসজিদের ব্যবহারের জন্যই রাখুন এবং যদি বিক্রি করা হয় তবে ক্রেতাও তা জ্বালাতে পারবে কিন্তু গোবরের জ্বালানির সঙ্গে মিলানো থেকে বিরত থাকুন।(ফতোয়ায়ে রযবীয়া, ১৬/৪২৭।) অপর এক স্থানে বলেন: ইসলামী শাসক এবং যেখানে তা নেই তবে মসজিদের মোতাওয়াল্লি ও মহল্লাবাসীর জন্য জায়িয যে, সেই খড়খুঁটো যা এখন মসজিদের প্রয়োজন নেই, তা কোন মুসলমানের নিকট উপযুক্ত দামে বিক্রি করে দেয়া এবং মুসলমান ক্রেতা তা নিজের বাড়িতে, বৈঠকখানায় বা বাবুর্চিখানায় বা এমন কোন স্থানে অসম্মানী না হয়, দিতে পারবে। পায়খানা ইত্যাদি অসম্মানিত স্থানে লাগানো উচিৎ নয়, কেননা ওলামারা মসজিদের ঐ খড়খুঁটোকেও সম্মান করার আদেশ দিয়েছেন, যা মসজিদ ঝাড়– দিয়ে ফেলা হয়।(ফতোয়ায়ে রযবীয়া, ১৬/২৫৮। )
___________
মসজিদের আদব
মূলঃ আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন