কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করার হাদিস (২)

 

কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করার হাদিস (২)


ইমাম আবু মুহাম্মদ হাছান ইবনে মুহাম্মদ ইবনে হাছান বাগদাদী আল খিলাল (رحمة الله) ওফাত ৪৩৯ হিজরী তদীয় কিতাবে হাদিস উল্লেখ করেন,

حدثنا أحمد بن إبراهيم بن شاذان ، ثنا عبد الله بن عامر الطائي ، حدثني أبي ، ثنا علي بن موسى ، عن أبيه ، موسی عن أبيه ، جعفر ، عن أبيه ، محمد ، عن أبيه ، على ، عن أبيه الحسين ، عن أبيه علي بن أبي طالب قال: قال رسول اللہ صلى الله عليه وسلم من مر على المقابر و قل هو الله أحد إحدى عشرة متر ، ثم وهب أجر يلأموات أغطي من الأجر بعدد الأموات

-"হজরত আলী (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন কবরের নিকট দিয়ে অতিক্রম করল এবং ১০ বার সূরা এখলাছ পাঠ করে মৃতদের রুহে দান করল, তাতে মৃতদের সংখ্যা অনুসারে সওয়াব প্রদান করা হবে।"


(ফাইলে সুরাতিল ইখলাছ, হাদিস নং ৫৪ ; ইহা "আবু মুহাম্মদ সমরকান্দী "বর্ণনা করেছেন ; তাফছিরে মাজহারী, ৯ ম খন্ড, ১০৫ পৃঃ ; তাফছিরে রুহুল বয়ান, ৯ ম খন্ড, ২৮১ পৃঃ ; সুনানে দারে কুতনী আনাস রা: হতে ; তাহতাবী শরীফ, ৬২২ পৃঃ ; ইমাম আইনী: উমদাতুল ক্বারী শরহে বুখারী, ৩ য় খন্ড, ১১৮ ; ইমাম মােল্লা আলী কারী: মেরকাত শরহে মেসকাত, ১৭১৭ নং হাদিসের ব্যাখ্যা ; মুবারকপুরী: তুহফাতুল আহওয়াজী, ৩ য় খন্ড, ২৭৫ পৃ:; ইমাম আবু বকর নাজ্জার তদীয় সুনানে)



এই হাদিস সম্পর্কে ইমাম বদরুদ্দিন আইনী (رحمة الله) বলেন,



روى أبو بكر النجار في كتاب (التن) عن علي بن أبي طالب ، رضي الله تعالی عنه،



-"আবু বকর নাজ্জার তার কিতাবুস সুনান-এ হজরত আলী ইবনে আবী তালিব (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন।"(ইমাম আইনী: উমদাতুল ক্বারী, ৩ য় খন্ড, ১১৮ পৃঃ)



এই হাদিসের সনদ নিয়ে কোন ইমাম সমালােচনা করেননি। এর আরেকটি সনদ আল্লামা আবুল কাশেম রাফেয়ী ফাজুনী (رحمة الله) ওফাত ৬২৩ হিজরী তদীয় কিতাবে উল্লেখ করেন,



ثنا داؤد بن سليمان العازي أنبأ على بن موسى الا ځني أبو موسی بن جعفر عن أبي جعفر بن محم ؛ عن أبيه حمير بن علي عن أبيه علي بن الحين عن أبيه الحسين بن علي عن أبيه علي بن أبي طالب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم ...



-"দাউদ ইবনে সুলাইমান গাজী-আলী ইবনে মূসা রিদ্বা হতে-আবু মূসা ইবনে জাফর হতে তদীয় পিতা জাফর ইবনে মুহাম্মদ হতে-তদীয় পিতা মুহাম্মদ ইবনে আলী হতে তদীয় পিতা আলী ইবনে হুছাইন হতে-তদীয় পিতা হুছাইন ইবনে আলী (رضي الله عنه) হতে-তদীয় পিতা আলী ইবনে আবী তালিব (رضي الله عنه) থেকে আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: (পূর্বের হাদিসের অনুরূপ)।


(তাদবীর ফি আখইয়ারে কাজবীন, ২ য় খন্ড, ২৯৭ পৃঃ)



এই হাদিস কবর যিয়ারতের সময় সূরা-কেরাত পাঠ করে সওয়াব রেছানী করার উত্তম দলিল। সুতরাং কবর যিয়ারতকালে সূরা ইখলাছ পাঠ করে ইহার সওয়াব মৃত ব্যক্তির রুহে বকশিয়ে দেওয়া রাসূলুল্লাহ (ﷺ) এর হাদিস দ্বারা প্রমাণিত।

_______________

সহিহ হাদিসের আলােকে মাজার যিয়ারত পূজা নয় ও কদমবুছির সমাধান

গ্রন্থনায়ঃ  মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী 

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন