ভূপালী অনুসারীদের মধ্যে এক হিন্দু (মুসলমানী নাম হল গােলাম মুহিউদ্দিন) জন্ম লাভ করে। যদিও সে মুর্খ কিন্তু কতেক শিক্ষিত ওয়াহাবীর মাধ্যমে কিছু গ্রন্থ রচনা করেছে। যেমন,“
▪ জাফরুল মুবীন ফী রদ্দে মুগালাত্বাতিল মুকাল্লিদীন” নামক গ্রন্থ প্রনয়ন পূর্বক তাতে ইমাম হুম্মাম (রা.) এবং তাঁর যুক্তিভিত্তিক দলীলের যথেষ্ট সমালোচনা করা হয়েছে। চার ইমামের মুকাল্লিদগণ এবং চার ত্বরীকার অনুসারীদেরকে মুশরিক, কাফির ইত্যাদি বানিয়ে ছেড়েছে। (জফরুল মুবীন পৃঃ নং- ১৮৯, ২৩০, ২৩২ আরও অন্যান্য)
পরিনামে ‘বেরীবেরী' (اِبلاَٶُس) সে রোগে এমনভাবে আক্রান্ত হয়েছিল যে, অনবরত পাঁচ সাত দিন মুখ থেকে মল বের হয়েছে, মৃত্যুকালে অন্তিম উপদেশ দিয়েছে যে, আমাকে মুশরিক (হানাফী) গণের গোরস্তানে দাফন করবে না। শেষতক কুকুরের মত মৃত্যু বরণ করেছে এবং লাহাের 'পাকা দরজা নালা’ এর পার্শ্বে তার দাফন কার্য সমাপ্ত করা হয়। পরবর্তীতে উক্ত নালার নাপাক পানির খরস্রোতে তার কবর ও নিশ্চিহ্ন হয়ে নালার সাথে একাকার হয়ে যায়।
فَاعتَبِرُو یٰااُولِی الاَبصَارِ
(হে জ্ঞানী লোকেরা! তোমরা শিক্ষা গ্রহণ কর)
আল কোরআন।
________________
কিতাবঃ ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান।
মুলঃ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ)।
ভাষান্তরঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল।
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন