সৈয়্যদ ছিদ্দীক হাসান খান ভূপালী


দ্বিতীয় নেতা (দেহলভী)'র উত্তরসুরীদের মধ্যে সৈয়্যদ ছিদ্দিক হাসান খান ভূপালী জন্ম লাভ করে । সে ওয়াহাবী মতবাদ প্রচার প্রসারে উঠে পড়ে লাগে। মুসলমানদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিশেষতঃ বিনামূল্যে কিতাব বিতরণ করার মাধ্যমে বিপথগামী করে । আল্লাহ জাল্লা শানুহুর জন্য দিক, জায়গা এবং (কল্পিত) দেহ সাব্যস্ত করতঃ এ ভ্রান্ত মতবাদ প্রচার করে যায়। (রেসালা আল্ ইহতিওয়া)।


 ফুকাহায়ে মুকাল্লিদীনকে (ইমাম অনুসারী আইনজ্ঞগণ) গালমন্দ করার ক্ষেত্রে আপন পূর্বসূরীদেরকেও ডিঙ্গিয়ে যায়। তার মারাত্মক উক্তিগুলো হলঃ


(১) মিথুক, ধোঁকাবাজ, প্রতারক এবং সকল কু-কর্মশীলদের উৎস হল ফিকহ শাস্ত্র।


(২) এসব নষ্টামীর মূল কেন্দ্রবিন্দু হল ফুকাহা ও মুকাল্লিদীনদের মতাদর্শ (তরজুমানে ওয়াহাবিয়্যাত পৃ: নং- ৩৫,৩৬)।


(৩) সকল সাহাবায়ে কেরাম বিশেষতঃ হযরত সাইয়িদুনা ওমর ফারুক (রা.)-কে বিদয়াতে ছায়্যিয়াহর (অনিষ্টকর নিয়মের প্রবর্তন) উদ্ভাবক হিসেবে আখ্যায়িত করে। (ইনতিকাদুর রাজীম)


 এ কটুক্তির পরিণামে অধঃপতিত ও প্রায় অস্তিত্বহীন হয়ে নিঃশ্চিহ্ন হয়ে যায় ।


 خَسَرَ الدُّنیَا وَالاَخِرَةِ


( উভয়কালেই ক্ষতিগ্রস্থ) এর বাস্তব নমুনায় পরিণত হয়।) 

 ________________

কিতাবঃ ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান।

মুলঃ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ)।

ভাষান্তরঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল।

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন