প্রশ্নকারী : মুহাম্মদ আবদুল আলীম
মধ্যম শিকলবাহা, পটিয়া, চট্টগ্রাম
প্রশ্ন : গায়েবানা জানাযা জায়েয হবে কিনা জানালে উপকৃত হব।
উত্তর : হানাফী মাযহাব মতে গায়েবানা জানাযা নেই। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এটা নিছক অজ্ঞতা। গায়েবানা জানাযা নয় বরং উচিত হবে মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে তাদের জন্য ফাতিহার আয়োজন করা।
(ওমদাতুল কারী শরহে ছহি বােখারী কৃত: ইমাম বদরুদ্দীন আয়নী রাহমাতুল্লাহি আলায়হি ইত্যাদি।যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১১, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)।

একটি মন্তব্য পোস্ট করুন