![]() |
প্রশ্নকারী : মুহাম্মদ আনােয়ার হােসেন
ওখারা, সমিতির হাট, ফটিকছড়ি
প্রশ্ন : সুদখােরের পেছনে নামায আদায় করলে নামায আদায় হবে কি? দলিল সহকারে জানতে চাই।
উত্তর : ইসলামে সুদ খাওয়া হারাম। প্রকাশ্যে হারাম কাজে লিপ্ত ব্যক্তিকে ফাসিক-ই-মুলঈন বলে। এমন ফাসিক ব্যক্তির পেছনে ইকতিদা করা মাকরূহ-ই-তাহরীমী। সুদখাের বা প্রকাশ্যে গুনাহতে লিপ্ত ব্যক্তির পেছনে ইক্বতিদা করে থাকলে ঐ নামায পুনরায় আদায় করবে। যেমন 'ছগিরী নামক ফিকহার কিতাবে বর্ণিত আছে যে,(আরবির অনুবাদ)অর্থাৎ ফাসিককে নামায পড়ানাের জন্য অগ্রগামী করা অর্থাৎ ইমাম বানানা মাকরূহে তাহরীমী। সুতরাং এ জাতীয় বদ আমল ও বদআক্বীদাওয়ালা ইমামের পেছনে ইক্বতিদা করা এবং এজাতীয় লোককে জেনে শুনে ইমাম বানানাে উভয়টা নাজায়েয ও গুনাহ। নামাযের মত গুরুত্বপূর্ণ ইবাদত পালনে এ সব বিষয়ে স্বজাগ ও সতর্ক দৃষ্টি সকলের জন্য জরুরী। নতুবা আল্লাহ, রসূলের দরবারে জবাবদিহি করতে হবে। ।(ছগীরি, হিন্দিয়া ও খানিয়া ইমামত' অধ্যায় ইত্যাদি।যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৪৫, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)।

একটি মন্তব্য পোস্ট করুন